১৫ ওভারে চেন্নাইয়ের জন্য বেঁধে দেওয়া হলো নতুন লক্ষ্য

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১২:৩৬ এএম, ৩০ মে ২০২৩

আইপিএলের ফাইনালে রিজার্ভ ডেতেও হানা দিয়েছে বৃষ্টি। গুজরাট টাইটান্স ৪ উইকেটে ২১৪ রানের বিশাল সংগ্রহ গড়ার পর চেন্নাই সুপার কিংসের ইনিংস শুরু হতেই নেমেছে বৃষ্টি।

সেই বৃষ্টি একটু বন্ধ হলে ব্যাটিংয়ে নেমেছিল চেন্নাই। কিন্তু ৩ বল হওয়ার পর আবারও নামে বৃষ্টি। বিনা উইকেটে ৪ রান তুলে ড্রেসিংরুমে ফেরেন চেন্নাইয়ের দুই ওপেনার রুতুরাজ গাইকদ আর ডেভন কনওয়ে।

বৃষ্টির কারণে অনেকটা সময় খেলা বন্ধ ছিল। অবশেষে বৃষ্টি থেমেছে। খেলা শুরুর নতুন সময় ঠিক করা হয়েছে বাংলাদেশ সময় রাত ১২টা ৪০ মিনিট।

ওভারও কেটে নেওয়া হয়েছে ৫টি। অর্থাৎ ১৫ ওভারে রান তাড়া করতে হবে চেন্নাইকে। লক্ষ্য দেওয়া হয়েছে ১৭১ রানের।

এর আগে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টস জিতে গুজরাটকে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছিলেন চেন্নাই অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সাই সুদর্শনের ৪৭ বলে ৯৬ রানের ইনিংসে ভর করে ২১৪ রানের বড় পুঁজি দাঁড় করায় গুজরাট। ঋদ্ধিমান সাহা ৩৯ বলে ৫৪ আর শুভমান গিল ২০ বলে করেন ৩৯ রান।

এমএমআর/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।