ভিয়েতনামে ভারতের গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছেন ফাহাদ

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ১০:৩৪ এএম, ০১ জুন ২০২৩

ভিয়েতনামে সময়টা ভালোই কাটছে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানের। এর আগে হ্যানয় গ্র্যান্ডমাস্টার দাবা প্রতিযোগিতায় দুর্দান্ত খেলেও মাত্র এক পয়েন্টের জন্য গ্র্যান্ডমাস্টারের প্রথম নর্ম পাওয়া হয়নি তার। সেখানেই খেলছে আরেকটি প্রতিযোগিতায়।

এই প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে বাংলাদেশের আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ খেলায় ৩ পয়েন্ট নিয়ে ভিয়েতনামের আন্তর্জাতিকমাস্টার দাও মিন নিহাতের সাথে যুগ্মভাবে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন।

বুধবার তৃতীয় ও চতুর্থ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়। তৃতীয় রাউন্ডের খেলায় ফাহাদ রহমান ভারতের গ্র্যান্ডমাস্টার সোয়ামস মিশ্রাকে পরাজিত করেন। ফাহাদ কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার মিশ্রার সাথে সেমি-শ্লাভ ডিফেন্স পদ্ধতিতে খেলে ৩৪ চালে জয়ী হন।

বিকালে অনুষ্ঠিত চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ ইন্দোনেশিয়ার গ্র্যান্ডমাস্টার নবেন্দ্র প্রিয়াসমোরোর কাছে হেরে যান। চতুর্থ রাউন্ডের খেলায় ফাহাদ কালো ঘুঁটি নিয়ে গ্র্যান্ডমাস্টার প্রিয়াসমোরোর রুই-লোপেজ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৫৯ চালের মাথায় হেরে যান।

আগামীকাল (বৃহস্পতিবার) পঞ্চম ও ষষ্ঠ রাউন্ডের খেলা অনুষ্ঠিত হবে। পঞ্চম রাউন্ডে ফাহাদ ভিয়েতনামের ফিদেমাস্টার নগো ডাক ট্রাইয়ের সাথে ও ষষ্ঠ রাউন্ডের ভারতের ক্যান্ডিডেট মাস্টার সোহাম কামত্রার সাথে থেলবেন।

আরআই/আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।