বাংলাদেশ-ওমানের সম্ভাব্য একাদশ


প্রকাশিত: ০৬:২২ পিএম, ১২ মার্চ ২০১৬

রোববার ওমানের বিপক্ষে বাংলাদেশ ক্রিকেট দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে তাদের শেষ ম্যাচ খেলতে নামবে। এর আগের ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচটি বৃষ্টিতে বাতিল হয়ে যাওয়ায় উভয় দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়।

ফলে নেদারল্যান্ডসকে হারিয়ে আসা বাংলাদেশ পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে যায়। অপরদিকে ওমান-নেদারল্যান্ডস ম্যাচটিও বৃষ্টিতে বাতিল হয়ে গেলে ওমানও বাংলাদেশের সমান পয়েন্ট পেয়ে যায়। কিন্তু নেট রান রেটে এগিয়ে থাকার কারণে টাইগাররা পয়েন্ট টেবিলের শীর্ষে চলে যায়।

রোববারের ম্যাচে বাংলাদেশ জয় পেলে অথবা ম্যাচটি বাতিল হয়ে গেলে সরাসরি উঠে যাবে সুপার টেন রাউন্ডে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রোববারের ম্যাচেও বৃষ্টি হানা দিতে পারে। সেক্ষেত্রে ম্যাচ ড্র হয়ে পয়েন্ট ভাগাভাগি হওয়ার সম্ভাবনাই বেশি। যদি তাই হয় তাহলে ওমানের সুপার টেনে খেলার আশা শেষ হয়ে যাবে।

বাংলাদেশ দলের বাঁহাতি স্পিনার আরাফাত সানি বোলিং অ্যাকশনের পরীক্ষা দিতে চেন্নাইতে থাকায় রোববারের ম্যাচে একাদশে থাকতে পারেন তরুণ পেসার আবু হায়দার রনি। এ ছাড়া বাংলাদেশ দলে আর কোনো পরিবর্তন থাকবে না বলেই ধারণা করা যাচ্ছেন।

বাংলাদেশ একাদশ (সম্ভাব্য): তামিম ইকবাল, সৌম্য সরকার, সাব্বির রহমান, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন/নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), আল-আমিন হোসেন, আবু হায়দার রনি এবং তাসকিন আহমেদ।

ওমান (সম্ভাব্য একাদশ): জিশান মাকসুদ, খয়ের আলি, যতিন্দর সিং, আদনান ইলিয়াস, মেহরান খান, আমির কালিম, আমির আলি, সুলতান আহমেদ (উইকেটরক্ষক ও অধিনায়ক), অজয় লালচেতা, মুনিস আনসারি এবং বিলাল খান।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।