নড়াইলে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
নড়াইলের দিঘলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান পলাশের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলার অব্যাহতির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছে ইউনিয়নবাসী।
সোমবার সকাল ১১টায় আদালত সড়কে লোহাগড়া উপজেলার ৮নং দিঘলিয়া ইউনিয়নবাসীর আয়োজনে সাবেক চেয়ারম্যান (স্বর্ণপদকপ্রাপ্ত) শেখ লতিফুর রহমান পলাশ এর বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক হয়রানিমূলক মামলা থেকে অব্যহতি এবং তার মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ইউনিয়নবাসী। মানববন্ধন শেষে জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের নিকট একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আহাদ সরদার, আবুল কালাম আজাদ, উজ্জ্বল শেখ, জলি বেগম প্রমূখ।
হাফিজুল নিলু/এফএ/এমএস