ব্যাংক খাতে জালিয়াতি প্রতিরোধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান


প্রকাশিত: ১১:৫৪ এএম, ১৮ মার্চ ২০১৬

ব্যাংক খাতে অব্যাহত লুটপাট ও জালিয়াতি প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে গণসংহতি আন্দোলন। শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।

পাশাপাশি বাংলাদেশ ব্যাংক-হলমার্ক-বেসিক ব্যাংকসহ সকল কেলেঙ্কারির হোতাদের শাস্তির দাবিও জানান বক্তরা।

সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জুনায়েদ সাকি বলেন, রিজার্ভ চুরির ঘটনায় শুধু বাংলাদেশ ব্যাংকের গর্ভনরকে আইনের আওতায় আনলে চলবে না, সরকারকেও এর দায় নিতে হবে।

সমাবেশে সংগঠনের সমন্বয় পরিষদের সদস্য আবুল হাসান রুবেল, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতারসহ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

এএস/এসকেডি/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।