বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্র এবার প্রিটোরিয়ায়


প্রকাশিত: ০৫:৩৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এবার তাদের বোলিং অ্যাকশন পরীক্ষা কেন্দ্র হিসেবে প্রিটোরিয়া বিশ্ববিদ্যালয়কে যুক্ত করার কথা ঘোষণা করল।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনের জাতীয় ক্রিকেট সেন্টার, লবরো বিশ্ববিদ্যালয় এবং চেন্নাইয়ের শ্রীরামচন্দ্র বিশ্ববিদ্যালয়ের পর আইসিসি-র এটি চতুর্থ বোলিং অ্যাকশন পরীক্ষাকেন্দ্র। সম্প্রতি বোলিং অ্যাকশন নিয়ে আইসিসি আরও বেশি কড়া হয়েছে।

পাকিস্তানের হাফিজ, সঈদ আজমলের মতো তারকা অফ-স্পিনারদের অ্যাকশন অবৈধ বলে ঘোষণা করা হয়েছে। তাই দক্ষিণ আফ্রিকার রাজধানী প্রিটোরিয়ায় এই নতুন কেন্দ্রটি গঠন করাটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল বলে মনে করছেন আইসিসি কর্তারা।

এখানে সবধরণের সুযোগ-সুবিধাই মজুত থাকবে। থ্রিডি ডেটা যুক্ত ১২ টি সুপার-স্পিড ক্যামেরাও থাকছে। থাকছে আরও বিভিন্ন উন্নতমানের সফটওয়্যার ও অন্যান্য সুযোগ-সুবিধা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।