বাবার জন্য সাকিব কন্যার শুভকামনা


প্রকাশিত: ০৪:১৬ এএম, ২৪ মার্চ ২০১৬

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের জন্মদিন আজ (২৪ মার্চ)। জন্মদিনের ক্ষণটা যখন এলো, তার কিছুক্ষণ আগেই এক নিশ্চিত জয় হাতছাড়া হলো টাইগারদের। তাতে কি? দলের খেলোয়াড়দের শুভকামনায় উদ্ভাসিত তার এই দিনটি।

তবে জন্মদিনের সকালে সবচেয়ে বড় চমক অপেক্ষা করছিল সাকিবের জন্য। আর সেই চমক দিলেন তার কন্যা আলাইনা হাসান অব্রি। সাকিবের ফেসবুক পেজে একটি শুভেচ্ছা বার্তাসহ ছবি দিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে অব্রি। আর সেই শুভেচ্ছা জানানোর বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব নিজেই।

sakib

ফেসবুক স্ট্যাটাসে অব্রির পক্ষ থেকে লেখা হয়েছে, আমার বাবা বলে আমিই নাকি তার সেরা উপহার, আর তার জন্মদিনে তিনি আমার জন্যই চান আরো বেশি দোয়া আর আশীর্বাদ। দোয়া করবেন তিনি যাতে দেশের জন্য আরো বেশি জয় নিয়ে ফিরতে পারেন।

আরএ/জেএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।