তাজিকিস্তানের বক্সারকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে বাংলাদেশের সেলিম

বিশেষ সংবাদদাতা
বিশেষ সংবাদদাতা বিশেষ সংবাদদাতা
প্রকাশিত: ০৯:০২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৩

হাংজু এশিয়ান গেমসে তিন জন বক্সার পাঠানো হলেও সবার দৃষ্টি ছিল আমেরিকা প্রবাসী নারী বক্সার জিন্নাত ফেরদৌসের ওপর। কারণ, প্রবাসী উড়িয়ে আনা চক্রটি জিন্নাতের যোগ্যতাকে ভুলিয়ে-ফাঁপিয়ে বড় করে প্রচার করেছিল। শেষ পর্যন্ত জিন্নাত ডাব্বা মেরেছেন রিংয়ে নেমেই। কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি। হেরেছেন ৫-০ তে।

অতিথি বক্সার যখন দেশকে লজ্জায় ডুবিয়েছেন, তখন বুক চিতিয়ে খেলেছেন স্থানীয় বক্সার সেলিম হোসেন। শনিবার হাংজু জিমন্যাসিয়ামে অনূর্ধ্ব-৫৭ কেজির প্রি-কোয়ার্টার ফাইনালে সেলিম রিংয়ে নেমেছিলেন তাজিকিস্তানের আসরর ভকিধবকের বিপক্ষে। প্রতিপক্ষকে নকআউট করে কোয়ার্টার ফাইনালে উঠেছেন বাংলাদেশের এই বক্সার।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে সেলিম খেলবেন ৩ অক্টোবর। প্রতিপক্ষ জাপানের প্রতিযোগী। জিতলেই সেমিফাইনাল এবং সেই সঙ্গে নিশ্চিত হবে পদক। গেমস বক্সিংয়ে সেমিফাইনালে হারলেও ব্রোঞ্জ দেওয়া হয়।

১৯৮৬ সালে সিউল এশিয়াডে বাংলাদেশের মোশরাফ হোসেন বক্সিংয়ে ব্রোঞ্জ জিতেছিলেন। এশিয়ান গেমসে এখন পর্যন্ত সেটাই বাংলাদেশের একমাত্র ব্যক্তিগত পদক। ৩৭ বছর পর আরেকটি ব্যক্তিগত পদক জয়ের সম্ভাবনার সামনে দাঁড়িয়ে বাংলাদেশ।

আরআই/এমএমআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।