টি-টোয়েন্টি বিশ্বকাপে ৪৬ মিলিয়ন মানুষ ছিল ফেসবুকে


প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন সময়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ৪৬ মিলিয়ন মানুষ অ্যাকটিভ ছিলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরু থেকে শেষ পর্যন্ত স্ট্যাটাস, লাইক-কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে ফেসবুকে ম্যাচগুলো নিয়ে নিজেদের মতামত ও অনুভূতি জানিয়েছেন।

১৫ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তান ম্যাচের সময় ৮.২ মিলিয়ন মানুষ ফেসবুকের মাধ্যমে লগঅন অবস্থায় ছিলেন। ফাইনাল ম্যাচ দেখেছেন ৬.১ মিলিয়ন মানুষ। আর আইসিসি ও দলগুলোর অফিশিয়াল পেইজের ভিডিওগুলো দেখা হয়েছে প্রায় ১৮০ মিলিয়ন বার।

ফেসবুকের প্রোফাইল পিক চেঞ্জ অ্যাপ প্রোফাইল ফ্রেইমের বানানো বিশ্বকাপ প্রোফাইল ফ্রেইম ১৭ মিলিয়ন বার আপলোড হয়েছে। সবচেয়ে বেশিবার ট্যাগকৃত ক্রিকেটারদের মধ্যে ছিলেন বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, শহীদ আফ্রিদি, রোহিত শর্মা, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমান। নারী ক্রিকেটারদের মধ্যে বাংলাদেশের জাহানারা আলমও ছিলেন।

আরআইপি/এআরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।