শ্রীলঙ্কান পাথিরানাকে ১৮ কোটি রুপিতে কিনলো কেকেআর

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ১৬ ডিসেম্বর ২০২৫

দুবাইতে চলছে আইপিএলের নিলাম। দেশি-বিদেশি ৩৫০জন ক্রিকেটারকে তোলা হয়েছে নিলামের টেবিলে। যাদের মধ্যে ৭৭জনকে কিনতে পারবে আইপিএলের ১০টি ফ্রাঞ্চাইজি। এর মধ্যেই সবার আগ্রহের কেন্দ্রে, কোন ক্রিকেটার সবচেয়ে বেশি মূল্যে বিক্রি হন, সেদিকে।

এর মধ্যেই সবার নজর কেড়ে নিলেন ‘বেবি মালিঙ্গা’ নামে পরিচিত শ্রীলঙ্কার মাথিশা পাথিরানা। চেন্নাই সুপার কিংসের হয়ে আগের আসরে আইপিএল মাতানো এই পেসারকে এবার কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। ২ কোটি রুপি ভিত্তিমূল্য থেকে পাথিরানাকে কেকেআর কিনে নিয়েছে ১৮ কোটি রুপি দিয়ে।

ক্যামেরুন গ্রিনকে ২৫ কোটি ৪০ লাখ রুপিতে কেনার পর আরও এক বিদেশি ক্রিকেটারকে চড়া দামে কিনে নিল কলকাতা নাইট রাইডার্স। শ্রীলঙ্কার পেস বোলার মাথিশা পাতিরানাকে ১৮ কোটি টাকা দিয়ে ছিনিয়ে নিলেন বেঙ্কি মাইসোর, অভিষেক নায়াররা।

পাতিরানাকে নিয়ে লড়াই শুরু হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে। দু’পক্ষই শ্রীলঙ্কার ক্রিকেটারকে পেতে মরিয়া ছিলেন।
পাতিরানার দাম ১৬ কোটি রুপি ওঠার পর রণে ভঙ্গ দেন সৌরভ গাঙ্গুলিরা। এরপর কলকাতার শিল্পপতি সঞ্জীব গোয়েন‌্‌কাকে চ্যালেঞ্জ জানিয়ে বসে শাহরুখ খানের কেকেআর। শেষ পর্যন্ত কলকাতার ১৮ কোটি রুপি দামের সামনে হাল ছাড়তে বাধ্য হন লখনৌ কর্ণধার।

কলকাতার দুই খ্যাতনামা বাসিন্দা সৌরভ-গোয়েন্‌কাকে হারিয়ে পাথিরানাকে ছিনিয়ে নেন কেকেআর কর্তৃপক্ষ। গ্রিনের পর পাথিরানাকে পাওয়ায় কলকাতার পেস বোলিং আক্রমণ যথেষ্ট শক্তিশালী হল বলেই মনে করা হচ্ছে। কয়েক বছর চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন পাথিরানা। মহেন্দ্র সিংহ ধোনির অন্যতম পছন্দের ক্রিকেটার হিসাবে পরিচিত তিনি।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।