দেশে ফিরে উষ্ণ অভ্যর্থনা পেলেন স্যামিরা (ভিডিও)


প্রকাশিত: ০৩:৫১ পিএম, ০৬ এপ্রিল ২০১৬

বিশ্বকাপ জয়ের পাশাপাশি মানুষের মন জয়; কোনকিছুতেই যেন ওয়েস্ট ইন্ডিজের জুড়ি নেই। নাচে গানে সবসময় সকলকে মাতিয়ে রাখতে বেশ পছন্দ করেন ক্যারিবিয়ানরা। দ্বিতীয়বারের মত টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর স্টেডিয়ামে বসেই ভক্ত সমর্থকদের সঙ্গে আনন্দে মেতে ওঠেন স্যামিরা। ব্রাভোর গাওয়া ‘চ্যাম্পিয়ন! চ্যাম্পিয়ন!’ গানে নেচে গেঁয়ে সকলকে বিনোদন দেন স্যামি-ব্রাভোরা। দেশে ফিরেও ভক্ত সমর্থকদের কাছ থেকে পেলেন উষ্ণ অভ্যর্থনা।

ওয়েস্ট ইন্ডিজের অন্যান্য সদস্যরা আইপিএল খেলার কারণে তাদের রেখেই নিজ দেশ সেন্ট লুসিয়াতে ফিরে আসেন স্যামি এবং জনসন চার্লস। এয়ারপোর্টে নামার পরেই ভক্তদের সাথে একত্রে মিশে গান গাইতে থাকেন স্যামি। সবার ছবি তোলার আবদারও মেটান এই ক্যারিবিয়ান অধিনায়ক। পরে বিশ্বকাপ ট্রফি হাতে এক রোড মার্চে সেন্ট লুসিয়ার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করেন স্যামি এবং চার্লস। সেন্ট লুসিয়ার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন তাদের সঙ্গে।

ভিডিও


আরআর/এআরএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।