নিউজিল্যান্ডের সিরিজ জয়


প্রকাশিত: ০৪:৩৮ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬৮ রানের জয় পেয়েছে নিউজিল্যান্ড। এই জয়ের ফলে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ এ জিতে নিলো কিউইরা।

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ৫০ ওভারের দিবা-রাত্রির ম্যাচে প্রথমে ব্যাট করে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসনের ৯৭ ও রস টেলরের ৮৮ রানের সুবাদে ৪ উইকেট কিউইদের সংগ্রহ ছিল ২৭৫। জবাবে ব্যাটিংয়ে নেমে শূন্য রানে সাজ ঘরে ফেরে নাসির জামশেদ। ফলে শুরুতেই বিপদে পড়ে পাকিস্তান।

এরপর নিয়মিত বিরতে উইকেট পড়তে থাকা পাকিস্তানকে লড়াইয়ে টিকিয়ে রাখেন আহমেদ শেহজাদ (৫৪) ও হারিস সোহেল (৬৫)। শেষ পর্যন্ত ৪৩ দশমিক ৩ ওভারে ২০৭ রান তুলতে সবকটি উইকেট হারায় পাকিস্তান।

৩০ রানের বিনিময়ে ৫টি উইকেট নিয়ে নিউজিল্যান্ডের পক্ষে সবচেয়ে সফল বোলার ম্যাট হেনরি। ৬ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে এটাই তার সেরা সাফল্য। ভালো বোলিংয়ের সুবাদে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি। ম্যান অব দ্য সিরিজ হয়েছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।