স্বৈরাচারী-অগণতান্ত্রিক শাসক বেশি দিন টিকতে পারবে না


প্রকাশিত: ০৬:০৫ এএম, ২৬ জুলাই ২০১৫

কোন স্বৈরাচারী অগণতান্ত্রিক শাসক বেশি দিন ক্ষমতায় টিকে থাকতে পারে নাই- এটা ইতিহাসের চরম শিক্ষা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংদের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাজী আসাদুজ্জামান।

তিনি মনে করেন, বর্তমানে ভোটারবিহীন জুলুমবাজ ও অত্যাচারী আওয়ামী লীগ সরকারও টিকতে পারবে না। তাই সব গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

রোববার বেলা সোয়া ১১টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই আহ্বান জানান। ছাত্রদলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক ও যুগ্ম আহ্বায়কের পক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে কাজী আসাদুজ্জামান বলেন, ছাত্রদল সভাপিত রাজিব আহসানকে গ্রেফতার করার মাধ্যমে বিরোধী রাজনৈতিক শক্তিতে দমন নয়, বরং মাদক ও ইয়াবা দিয়ে গ্রেফতার দেখিয়ে ছাত্ররাজনীতি ও ছাত্রনেতৃত্ব সম্পর্কে নেতিবাচক ধারণা সৃষ্টির অপকৌশল।

সরকার ও সংশ্লিষ্ট পুলিশ সদস্যদেরকে রাজনৈতিক নেতৃবৃন্দের চরিত্র হরণেল সর্বনাশা পথ থেকে সরে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি রাজিব আহসান, সাবেক ছাত্রনেতা শামসুজ্জামান দুদু, ও অ্যাডভোকেট রুহুল কবির রিজভীসহ সব রাজনৈতিক নেতাদের মুক্তি দাবি করেন ছাত্রদলের সাবেক এই নেতা।

এমএম/এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।