ঢামেকে বিশ্ব হেড ইনজুরি দিবস পালিত


প্রকাশিত: ০২:২৯ পিএম, ২০ মার্চ ২০১৬

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের উদ্যোগে রোববার দেশে প্রথমবারের মতো বিশ্ব হেড ইনজুরি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে কলেজের এক নম্বর গ্যালারিতে দেশে হেড ইনজুরির বর্তমান চিত্র ও এর প্রতিকার বিষয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

নিউরোসার্জারি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. জিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব নিউরোসার্জনসের সভাপতি অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন ঢামেক প্রিন্সিপাল অধ্যাপক ডা. মো. ইসমাইল খান ও ঢামেক হাসপাতাল পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে স্বাগত বক্তব্য পাঠ করেন সোসাইটি অব নিউরোসার্জনসের সাধারণ সম্পাদক ডা. মো. রাজিউল হক। ঢামেক নিউরোসার্জারি বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান বলেন, দেশে সড়কসহ বিভিন্ন দুর্ঘটনায় হেড ইনজুরিতে আক্রান্ত রোগির সংখ্যা বাড়ছে। শুধুমাত্র ঢামেক হাসপাতালেই গড়ে প্রতিদিন প্রায় অর্ধশত রোগী ভর্তি হচ্ছেন। দিনকে দিন এ সংখ্যা বাড়ছে।  

এমইউ/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।