ইনফিনিক্সের নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৩৪ এএম, ২১ এপ্রিল ২০২৫

নতুন নোট ৫০ সিরিজের পোস্ট-লঞ্চ প্রোডাক্ট এক্সপেরিয়েন্স ইভেন্ট আয়োজন করেছে গ্লোবাল টেক ব্র্যান্ড ইনফিনিক্স। দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রযুক্তি সাংবাদিক, জনপ্রিয় টেক কনটেন্ট ক্রিয়েটর ও গুরুত্বপূর্ণ অংশীজনরা এক্সক্লুসিভ এই ইভেন্টে অংশ নেন।

রোববার (২০ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোঁরায় আয়োজিত এই ইভেন্টের শুরুতেই অতিথিরা একটি ইন্টারঅ্যাকটিভ ইমারসিভ ওয়াকথ্রু জোনে প্রবেশ করেন। এই জোনে নতুন প্রজন্মের চাহিদা ও প্রযুক্তির ধারণাকে তুলে ধরা হয়।

বিজ্ঞাপন

ইনফিনিক্স বাংলাদেশের শীর্ষ কর্মকর্তারা ইভেন্টের উদ্বোধন করেন। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে তারা বলেন, ফ্ল্যাগশিপ প্রযুক্তিকে আরও সহজলভ্য করার লক্ষ্যে আমরা কাজ করছি। নোট ৫০ সিরিজ আমাদের সেই অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ। ডিজাইন থেকে শুরু করে পারফরম্যান্স সব- কিছুতেই এ সিরিজের পণ্যগুলো ব্যবহারকারীদের নতুন অভিজ্ঞতা দেবে।

পুরো আয়োজনজুড়ে প্রযুক্তির সঙ্গে স্টাইল ও ভিজ্যুয়াল উপস্থাপনার সংমিশ্রণ ছিল চোখে পড়ার মতো। নোট ৫০ সিরিজের নান্দনিক নকশা, উজ্জ্বল ডিসপ্লে এবং আধুনিক এআই ফিচারগুলোকে নিয়ে আয়োজিত এই ইভেন্টে ফুটে উঠেছে ইনফিনিক্সের নতুন প্রজন্মের ব্যবহারকারীদের জন্য তৈরি লাইফস্টাইল-ভিত্তিক প্রযুক্তির প্রতিচ্ছবি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ইভেন্টের মূল আকর্ষণ ছিল প্রোডাক্ট এক্সপেরিয়েন্স জোন। অতিথিরা সেখানে সরাসরি নোট ৫০ সিরিজের স্মার্টফোন ব্যবহার করে এর বিভিন্ন ফিচার সম্পর্কে ধারণা পান।

এএএইচ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।