বৃষ্টিতে টিভি দেখতে সমস্যা হলে নিজেই সমাধান করুন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:২৪ পিএম, ২৯ জুন ২০২৫

বৃষ্টির সময় ইলেকট্রনিক ডিভাইস এবং গ্যাজেটের নানান সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে টিভি। বৃষ্টির সময় টিভি দেখতে সমস্যা হয় বিভিন্ন রকম। অনেক ক্ষেত্রেই সিগন্যাল হারিয়ে যায় বা চ্যানেলে নানান সমস্যা দেখা যায়। এছাড়া আওয়াজ কেটে যাওয়া, স্ক্রিন ঝাপসা হয়ে যাওয়া বা একেবারে বন্ধ হয়ে যাওয়া-এসব সাধারণ সমস্যা বৃষ্টির সময় বেশি দেখা যায়।

কিন্তু সবসময় টেকনিশিয়ান ডাকতে না হয়ে আপনি ঘরে বসেই কিছু সাধারণ উপায়ে এই সমস্যা সমাধান করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক নিজে কীভাবে টিভির এসব সাধারণ সমস্যা সমাধান করতে পারেন-

সিগনাল সমস্যা হলে করণীয়

ডিশ বা ক্যাবল লাইনের কানেকশন ভালোভাবে লাগানো আছে কিনা দেখে নিন। কেবল লুজ হয়ে গেলে ছবি কেটে কেটে দেখা যায় বা সিগনাল যায় না। প্রবল বৃষ্টির সময় স্যাটেলাইট ডিশে পানি জমে গেলে সিগনাল দুর্বল হয়। সেক্ষেত্রে ডিশের উপর জমে থাকা পানি বা ময়লা পরিষ্কার করুন। যদি সম্ভব হয় তবে সামান্য অ্যাঙ্গেল পরিবর্তন করে দেখুন, অনেক সময় সিগনাল ফিরে আসে।

যারা ডিশ বক্স বা সেট টপ বক্স ব্যবহার করেন তারা সেটিকে রিস্টার্ট করুন। অনেক সময় সাময়িক গ্লিচ দূর হয়ে যায় একবার পাওয়ার বন্ধ করে ২-৩ মিনিট পর চালু করলে।

স্মার্ট টিভিতে সমস্যা হলে

স্মার্ট টিভি যেহেতু ইন্টারনেট সংযোগ থাকে তাই বৃষ্টির সময় ইন্টারনেট স্পিড কমে গেলে ভিডিও বাফার করে বা লোডিংয়ে থাকে। ওয়াইফাই রিস্টার্ট করুন বা রাউটার একবার রিস্টার্ট দিন। যদি সম্ভব হয়, ইথারনেট কেবল ব্যবহার করুন, এতে সংযোগ বেশি স্থিতিশীল থাকে।

অ্যাপ আপডেট আছে কি না দেখুন

ইউটিউব, নেটফ্লিক্স বা অন্যান্য অ্যাপে সমস্যা হলে দেখে নিন অ্যাপটি আপডেটেড কি না। অনেক সময় পুরোনো ভার্সনের কারণে সমস্যা হতে পারে।

বিদ্যুৎ সমস্যা এবং নিরাপত্তা ব্যবস্থা

বৃষ্টির সময় বিদ্যুৎ ওঠানামা বেশি হয়। টিভির সঙ্গে ভালো মানের ভোল্টেজ স্ট্যাবিলাইজার বা সার্জ প্রোটেক্টর ব্যবহার করুন।এতে টিভি পুড়ে যাওয়া বা ড্যামেজ হওয়ার ঝুঁকি কমবে।

ভেজা কেবল বা সকেট

কোন তার বা প্লাগ ভিজে থাকলে সেটা থেকে শর্টসার্কিট হতে পারে। সবসময় চেক করে নিন সকেট শুকনো ও সুরক্ষিত আছে কি না।

অডিও সমস্যা হলে কী করবেন

টিভির মেনুতে গিয়ে অডিও সেটিং চেক করুন। হেডফোন মোড চালু হয়ে গেলে মাঝে মাঝে স্পিকারে আওয়াজ আসে না। আবার অডিও আউটপুট মুড সঠিকভাবে সেট করা আছে কি না নিশ্চিত করুন।

এলইডি বা স্ক্রিনে সমস্যা হলে কী করবেন

যদি স্ক্রিনে ঝাপসা বা ফ্লিকার দেখা যায়, তা হলে স্ক্রিনের চারপাশে পানি জমেছে কি না খেয়াল করুন। টিভির প্লাগ খুলে কিছুক্ষণ বন্ধ রাখুন। স্ক্রিন শুকিয়ে গেলে আবার স্বাভাবিক হয়ে যেতে পারে।

টিভি ব্যবহারে আরও কিছু টিপস

>> টিভি দেয়ালে না লাগিয়ে টেবিল বা উঁচু জায়গায় রাখলে পানি লাগার সম্ভাবনা কমে।
>> ছাদের ফোটা জায়গায় টিভি বা তার রাখবেন না।
>> প্রয়োজনে বৃষ্টির সময় টিভির চারপাশে প্লাস্টিক কাভার বা পলিথিন দিয়ে ঢেকে রাখুন।

আরও পড়ুন

কেএসকে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।