হিরো আনলো নতুন গ্ল্যামার বাইক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০২:৪৬ পিএম, ২১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

বাইকের জগতে সবচেয়ে আকর্ষণীয় এবং জনপ্রিয় বাইক হচ্ছে হিরো। একের পর এক নতুন মডেলের বাইক বাজারে আনছে। এবার নতুন হিরো গ্ল্যামার এক্স ১২৫ লঞ্চ করেছে সংস্থা। নতুন বাইকটি আগের তুলনায় আরও প্রিমিয়াম ফিচারসহ এসেছে। এতে ক্রুজ কন্ট্রোল রয়েছে, যা এখন দামি বাইকেই শুধু পাওয়া যেত।

নতুন হিরো গ্ল্যামার এক্স ১২৫ এর ডিজাইন আগের তুলনায় আরও স্পোর্টি ও আরও আধুনিক করা হয়েছে। এতে একটি নতুন এলইডি হেডল্যাম্প ও টেললাইট, শার্প ট্যাঙ্ক ডিজাইন, লম্বা উইন্ডস্ক্রিন ও প্রশস্ত হ্যান্ডেলবার রয়েছে। এছাড়াও এর আসন আরও আরামদায়ক ও আন্ডারসিট স্টোরেজ স্পেসও বাড়ানো হয়েছে, যা একে যাত্রীদের জন্য আরও ব্যবহারিক করে তুলেছে।

ব্লুটুথ সংযোগ সহ অ্যাডাপ্টিভ এলসিডি ডিসপ্লে, টার্ন-বাই-টার্ন নেভিগেশন, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং ফুল-এলইডি লাইটিংয়ের মতো উন্নত বৈশিষ্ট্যগুলোও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এই বাইকের সবচেয়ে বড় আকর্ষণ হলো ক্রুজ কন্ট্রোল, যা এখন পর্যন্ত শুধু প্রিমিয়াম বাইকগুলোতে দেখা যেত। পাশাপাশি, বাইকটিতে রাইড-বাই-ওয়্যার থ্রটল এবং তিনটি রাইডিং মোড (ইকো, রোড, পাওয়ার) রয়েছে, যা রাইডিং স্টাইল ও প্রয়োজন অনুসারে পারফরম্যান্স পরিবর্তন করতে দেয়।

হিরো গ্ল্যামার এক্স ১২৫ এর একই ইঞ্জিন রয়েছে, যা এক্সট্রিম ১২৫আর তে পাওয়া যায়। এটি একটি ১২৪.৭ সিসি সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন যা ১১.৫এইচপি শক্তি এবং ১০.৫এনএম টর্ক উৎপন্ন করে। ইঞ্জিনটি ৫-স্পিড গিয়ারবক্সের সঙ্গে যুক্ত, যা এই বাইকটিকে মসৃণ ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দেয়।

নতুন হিরো গ্ল্যামার এক্স ১২৫ মোট পাঁচটি আকর্ষণীয় রঙের বিকল্পে লঞ্চ করেছে। ড্রাম ভেরিয়েন্ট ম্যাট ম্যাগনেটিক সিলভার এবং ক্যান্ডি ব্লেজিং রেড রঙে ৯০ হাজার রুপিতে ভারতের (এক্স-শোরুম) এবং ডিস্ক ভেরিয়েন্ট ১ লাখ রুপিতে (এক্স-শোরুম) মেটালিক নেক্সাস ব্লু, ব্ল্যাক টিল ব্লু এবং ব্ল্যাক পার্ল রেড রঙের বিকল্পে পাওয়া যাবে।

সূত্র: এনডিটিভি

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।