স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে গেলে কী করবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০১:৪৭ পিএম, ২২ আগস্ট ২০২৫

হঠাৎ করেই দেখা গেলো স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে গেছে। তাই তো অনেকেই চিন্তিত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন, ‘কেন এমন হলো?’ কেউ কেউ ফোন হাতে নিয়েই বিভ্রান্ত হন। আবার জরুরি সময়ে গুরুত্বপূর্ণ কল করতেও সমস্যায় পড়ছেন।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এতে ভয় পাওয়ার কিছু নেই। গুগল মূলত দীর্ঘদিন ধরে পরীক্ষামূলকভাবে চালানোর পর ফোন অ্যাপে নতুন পরিবর্তন এনেছে। মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ ডিজাইনের মাধ্যমে বদলে গেছে ইন্টারফেস। এই ম্যাটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ হলো গুগলের ডিজাইনে করা একটি নতুন সিস্টেম, যা ইন্টারফেসকে আরও আকর্ষণীয়, আবেগপূর্ণ এবং ব্যবহারকারীবান্ধব করার জন্য ডিজাইন করা হয়েছে। রং, গতিশীল অ্যানিমেশন, নমনীয় আকার এবং ব্যক্তিগতকরণের ওপর জোর দেওয়া হয়েছে।

আরও পড়ুন

যাতে ব্যবহারকারীদের ডিভাইসের সঙ্গে আনন্দদায়ক অভিজ্ঞতা প্রদান করবে। এর জন্যই সবার স্মার্টফোনের ডায়াল প্যাড বদলে গেছে। যাদের নতুন ফোন তাদের সবার আগে আপডেট হয়েছে। গুগল ফোনের এই নতুন মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ নকশা শুধু ফোন অ্যাপেই সীমাবদ্ধ নয়। একই ডিজাইন এরই মধ্যে গুগল কন্টাক্টস এবং গুগল মেসেজেস অ্যাপেও চালু হয়েছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমেই একই ধরনের অভিজ্ঞতা থাকবে।

তাই স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য করণীয় হলো:

> ফোন রিস্টার্ট দিলে ঠিক হতেও পারে।
> ডায়াল অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করে দেখতে পারেন।
> স্মার্টফোন আপডেট সম্পর্কে সচেতন থাকতে হবে।
> ফোনে অচেনা কোনো অ্যাপ ডাউনলোড না করা।
> নিয়মিত সিস্টেম আপডেট চেক করা।
> নিজের ফোনের নিরাপত্তা নিশ্চিত করা।
> তবে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

এসএকেওয়াই/এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।