নতুন বৈদ্যুতিক স্কুটার আনছে টিভিএস

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ৩১ আগস্ট ২০২৫
ছবি: সংগৃহীত

বাইকের জগতে আকর্ষণীয় এবং জনপ্রিয় বাইক হচ্ছে টিভিএস। নতুন নতুন বাইক এনে গ্রাহকদের সন্তুষ্ট করছে। এবার আরও একটি নতুন স্কুটার আনছে বাজারে। এবারের স্কুটারটি বৈদ্যুতিক স্কুটার। স্কুটারের মডেলের নাম দেওয়া হয়েছে টিভিএস অরবিটর।

টিভিএস অরবিটরে অনেক অত্যাধুনিক ফিচার্স দেওয়া হয়েছে। পেটেন্ট ডিজাইন অনুসারে, নতুন স্কুটারটির অনেক উপাদান টিভিএস আইকিউব থেকে নেওয়া হয়েছে। তবে আইকিউবের তুলনায় এই স্কুটার আরও স্টাইলিশ ও অ্যারোডায়নামিক ডিজাইনের সঙ্গে আসবে বলেই ধারণা করা হচ্ছে।

স্কুটারটির লুক স্লিম এবং মসৃণ। এই স্কুটারের সামনে থাকবে একটি এলইডি হেডল্যাম্প, যা ডে টাইম রানিং লাইটে ইন্টিগ্রেট করা থাকবে। অরবিটরে লুক একটি ফ্যামিলি স্কুটারের মতই হবে। স্কুটারটি বিশেষভাবে তরুণদের কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে। যারা কম বাজেটে একটি বৈদ্যুতিক স্কুটার কিনতে চান।

এই স্কুটারের ডিজাইন ও পারফরম্যান্স এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দৈনন্দিন ব্যবহারের ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রমাণিত হয়। স্কুটারটি একবার চার্জে বেশ ভালো রেঞ্জ ও পারফরম্যান্স দেবে বলেই আশা করা যাচ্ছে। এখনো এই স্কুটারটি বাজারে আসেনি। তাই দাম, ফিচার্স এবং প্যারফরম্যান্স সম্পর্কে তেমন কিছু জানা যায়নি।

সূত্র: অটোকার ইন্ডিয়া, হিন্দুস্থান টাইমস

কেএসকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।