রুম হিটার চালানোর আগে যেসব বিষয়ে সতর্ক হবেন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:২৭ পিএম, ১৩ নভেম্বর ২০২৫

শীতের সময় ঘর উষ্ণ রাখতে রুম হিটার এখন অনেক পরিবারের প্রয়োজনীয় যন্ত্রে পরিণত হয়েছে। কিন্তু এই যন্ত্র ব্যবহারের আগে কিছু বিষয় খেয়াল না রাখলে তা অগ্নিকাণ্ড, কার্বন মনোক্সাইড বিষক্রিয়া কিংবা শ্বাসকষ্টের মতো বিপদের কারণ হতে পারে। তাই হিটার চালানোর আগে কিছু সতর্কতা জানা জরুরি।

১. সঠিক জায়গায় রুম হিটার বসান
রুম হিটার কখনোই বিছানার পাশে, পর্দার কাছাকাছি বা কাঠ, কাগজ, পোশাকের মতো দাহ্য বস্তু পাশে রেখে চালানো ঠিক নয়।
হিটারটি সবসময় শক্ত, সমতল ও স্থিতিশীল জায়গায় রাখুন। সম্ভব হলে দেয়াল বা আসবাবপত্র থেকে অন্তত ৩ ফুট দূরত্ব বজায় রাখুন।

২. বৈদ্যুতিক লাইন পরীক্ষা করুন
হিটার চালানোর আগে বৈদ্যুতিক সকেট ও প্লাগ ভালোভাবে পরীক্ষা করুন। পুরোনো বা ছেঁড়া তার থাকলে তা বদলে ফেলুন। একই লাইনে একাধিক ভারী ইলেকট্রনিক যন্ত্র চালানো বিপজ্জনক হতে পারে, এতে শর্ট সার্কিটের আশঙ্কা থাকে।

৩. ঘরের বায়ু চলাচল নিশ্চিত করুন
রুম হিটার বিশেষ করে কয়লা বা কেরোসিনভিত্তিক হিটার ঘরের অক্সিজেন কমিয়ে দেয় ও কার্বন মনোক্সাইড তৈরি করতে পারে। তাই জানালা বা ভেন্টিলেশনের ব্যবস্থা রাখুন যেন বায়ু চলাচল ঠিক থাকে। ঘর সম্পূর্ণ বন্ধ রেখে দীর্ঘসময় হিটার চালানো বিপজ্জনক।

৪. শিশু ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করুন
শিশু বা পোষা প্রাণীরা অনেক সময় হিটারের কাছে গিয়ে স্পর্শ করে ফেলে, যা দগ্ধ হওয়ার ঝুঁকি বাড়ায়। তাই সবসময় তাদের নাগালের বাইরে রাখুন এবং হিটার চালানোর সময় কেউ যেন অসাবধানতাবশত তার সামনে না যায়, তা নিশ্চিত করুন।

৫. রাতে ঘুমের সময় হিটার বন্ধ রাখুন
অনেকেই রাতে ঘুমানোর সময় হিটার চালিয়ে রাখেন। এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অভ্যাস। ঘুমের সময় শরীর অতিরিক্ত গরম হয়ে ডিহাইড্রেশন বা শ্বাসকষ্ট হতে পারে। ঘুমানোর আগে হিটার বন্ধ করে ঘর সামান্য গরম রেখে তবেই বিশ্রাম নিন।

৬. নিয়মিত পরিষ্কার ও রক্ষণাবেক্ষণ করুন
ধুলো বা ময়লা জমে গেলে হিটারের কার্যক্ষমতা কমে যায় এবং আগুন লাগার আশঙ্কা বাড়ে। প্রতি মৌসুমে ব্যবহারের আগে হিটার ভালোভাবে পরিষ্কার করুন এবং প্রয়োজনে একজন ইলেকট্রিশিয়ান দিয়ে পরীক্ষা করিয়ে নিন।

৭. নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত হিটার ব্যবহার করুন
নতুন হিটার কেনার সময় খেয়াল করুন সেটিতে অটো শাট-অফ, টিপ-ওভার প্রোটেকশন বা ওভারহিট প্রোটেকশন ফিচার আছে কি না। এই ফিচারগুলো হিটার পড়ে গেলে বা অতিরিক্ত গরম হয়ে গেলে স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়, যা দুর্ঘটনা রোধে সহায়ক।

৮. পানির কাছাকাছি ব্যবহার করবেন না
বাথরুম, রান্নাঘর বা ভেজা জায়গায় কখনোই রুম হিটার ব্যবহার করবেন না। পানির সংস্পর্শে এলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুন
যেসব লক্ষণে বুঝবেন গিজার বদলানোর সময় হয়েছে
শীতে হিটার ছাড়াই ঘর গরম রাখতে পারবেন যেভাবে

কেএসকে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।