হোয়াটসঅ্যাপের পর অন্যান্য অ্যাপেও নিষিদ্ধ হতে পারে অ্যাকাউন্ট

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১১:৩৭ এএম, ২৫ ডিসেম্বর ২০২৫
প্রতিদিন কয়েকশো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন

 

বিশ্বের জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। প্রতিদিন কয়েকশো কোটি মানুষ হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন। নিরাপত্তার জন্য মেটা হোয়াটসঅ্যাপে নানান ফিচার যুক্ত করছে। ব্যবহারকারীর প্ল্যাটফর্ম ব্যবহার যেন আরও মজার হয় সেই চেষ্টাই করছে হোয়াটসঅ্যাপ।

এছাড়া প্রতি মাসেই প্রায় এক কোটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যান করা হয় সাইবার প্রতারণা রুখতে। তবু এর মধ্যেই অপরাধীরা অন্য মেসেজিং অ্যাপে সক্রিয় হয়ে পড়ছে। এছাড়া নিয়ম ভঙ্গের কারণেও অনেক আকাউন্ট বন্ধ করেছে হোয়াটসঅ্যাপ।

এদিকে দেখা গেছে, হোয়াটসঅ্যাপে ব্যানড নম্বরগুলোই টেলিগ্রামসহ অন্যান্য অ্যাপে ব্যবহার করে প্রতারকরা ফের সক্রিয় হয়ে ওঠে। নতুন নতুন ফাঁদ পাতা হয় সাধারণ ব্যবহারকারীদের জন্য। বিশেষজ্ঞরা বলছেন, অনেক ক্ষেত্রেই এই অ্যাপগুলোর জন্য সিমকার্ডের প্রয়োজন না-ও হতে পারে, ফলে দুষ্কৃতীদের শনাক্ত করাও কঠিন হয়ে দাঁড়ায়।

তাই ভবিষ্যতে যদি কারো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নিষিদ্ধ হয়, তবে সতর্ক থাকাই প্রয়োজন কারণ একই নম্বর অন্যান্য প্ল্যাটফর্মেও ব্যানড হতে পারে।

আরও পড়ুন
অন্য কেউ আপনার হোয়াটসঅ্যাপ ব্যবহার করছে না তো?
হোয়াটসঅ্যাপ কল, চ্যাট ও এআই অভিজ্ঞতায় আসছে বড় পরিবর্তন

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

কেএসকে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।