ফয়েজ আহমদ তৈয়্যব
টেলি কমিউনিকেশন ও আইসিটি আইন যুগোপযোগী হচ্ছে

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব
সময়ের সঙ্গে তালমিলিয়ে অর্থাৎ টেলি কমিউনিকেশন ও আইসিটি আইনও যুগোপযোগী করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। তিনি বলেন, পেমেন্ট ইকোসিস্টেম নিয়েও কাজ করবে সরকার।
বুধবার (১৬ জুলাই) ‘বায়োটিক ইলেকট্রনিক্স এআই অ্যান্ড রোবোটিকস সামিট’-এ তিনি এসব কথা বলেন।
তৈয়্যব বলেন, দেশে ন্যাশনাল এপিআই হাব তৈরি করা হবে। বর্তমান সময়ে ক্লাউডের জনপ্রিয়তা বাড়ছে, ফলে সরকার ক্লাউড সক্ষমতা বৃদ্ধিতেও কাজ করছে। সরকারি অফিসগুলো এখনো অনলাইনে আবেদন করে ডাউনলোড কপি নিয়ে যেতে হয়, যেটি ডিজিটালাইজেশন নয়।
তিনি আরও বলেন, ইন্টারনেটের গতি বৃদ্ধি ও দাম কমাতে কাজ করছে সরকার। এছাড়া ব্যক্তিগত তথ্য সংরক্ষণ আইন নিয়েও সরকার কাজ করছে।
এমডিএইচআর/ইএ/এএসএম