গরমে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখতে যা করবেন
তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়া খুব সাধারণ একটি সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে গ্রীষ্মকালে রাস্তায় গাড়ি চলাচলের সময় ইঞ্জিনের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি বেড়ে যেতে পারে, যা গাড়ির জন্য ক্ষতিকর।
ইঞ্জিনের গরম হওয়া নিয়ে অবহেলা করলে গাড়ির বড় ক্ষতি হতে পারে, এমনকি ইঞ্জিন বদলাতেও হতে পারে! তাই আগেই সতর্ক থাকা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। কিছু সহজ নিয়ম মেনে চললেই এই সমস্যা এড়ানো সম্ভব।
আসুন জেনে নেওয়া যাক গরমে গাড়ির ইঞ্জিন ঠান্ডা রাখার কিছু কার্যকর উপায়-
১. কুল্যান্ট লেভেল নিয়মিত পরীক্ষা করুন
গরমের সময় গাড়ির কুল্যান্ট ইঞ্জিন ঠান্ডা রাখার ক্ষেত্রে মুখ্য ভূমিকা রাখে। রেডিয়েটরে যথাযথ পরিমাণ কুল্যান্ট আছে কি না, সেটা প্রতি সপ্তাহে অন্তত একবার চেক করুন। শুধু পানি নয়, পানি ও কুল্যান্টের সঠিক অনুপাতে মিশ্রণ ব্যবহার করুন। সাধারণত ৫০:৫০ অনুপাতে মিশ্রণ সবচেয়ে কার্যকর। রেডিয়েটরের ক্যাপ খুলতে হলে ইঞ্জিন পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
২. রেডিয়েটর ও কুলিং ফ্যানের যত্ন নিন
রেডিয়েটরে ধুলা-ময়লা জমে গেলে সঠিকভাবে তাপ নির্গত হতে পারে না। প্রতি মাসে একবার রেডিয়েটর পরিষ্কার করুন।কুলিং ফ্যান ঠিকভাবে কাজ করছে কি না, সেটা যাচাই করুন। ইলেকট্রিক ফ্যান হলে এর মোটর এবং সেন্সরগুলো ঠিক আছে কি না তা চেক করাতে পারেন একজন মেকানিকের মাধ্যমে।
৩. ইঞ্জিন অয়েল পরিবর্তন করুন
ইঞ্জিন অয়েল শুধু লুব্রিকেশন নয়, ইঞ্জিন ঠান্ডা রাখার কাজেও সাহায্য করে। গরমকালে অয়েলের ঘনত্ব বেশি হলে ভালো হয়। ইঞ্জিন অয়েল পুরোনো হয়ে গেলে তা তাপমাত্রা নিয়ন্ত্রণে ব্যর্থ হয়। তাই নির্দিষ্ট সময় ও দূরত্ব অনুযায়ী অয়েল পরিবর্তন করুন।
৪. অতিরিক্ত বোঝা পরিহার করুন
গরমের দিনে অতিরিক্ত বোঝা বহন করলে ইঞ্জিনের ওপর চাপ পড়ে এবং তা দ্রুত গরম হয়ে যেতে পারে। অপ্রয়োজনীয় জিনিসপত্র গাড়িতে রাখবেন না। পাহাড়ি বা উঁচু এলাকায় গাড়ি চালানোর সময় গিয়ার সঠিকভাবে ব্যবহার করুন, যাতে ইঞ্জিনে কম চাপ পড়ে।
৫. স্টপ-গো ট্রাফিক এড়িয়ে চলুন
বারবার থেমে থেমে গাড়ি চালালে ইঞ্জিন বেশি গরম হয়। সম্ভব হলে ট্রাফিক কম এমন সময় রাস্তায় বের হন। দীর্ঘ সময় ট্রাফিকে দাঁড়িয়ে থাকলে গাড়ির ইঞ্জিন অফ করে রাখুন।
৬. এয়ার কন্ডিশন ব্যবহারে সতর্কতা
গরমে অনেকেই গাড়ির এসি চালান, যা ইঞ্জিনের ওপর বাড়তি চাপ ফেলে। টেম্পারেচার মাঝামাঝি রেখে এসি ব্যবহার করুন। রাস্তা ফাঁকা থাকলে জানালা খুলে ভেন্টিলেশনের মাধ্যমে গরম হাওয়া বের হতে দিন।
৭. ওভারহিটিং হলে করণীয়
গাড়ির তাপমাত্রা গেজ যদি “এইচ” লেভেলে চলে যায় বা স্টিম উঠতে দেখা যায়, তাৎক্ষণিক নিচের পদক্ষেপগুলো নিন-
গাড়ি থামিয়ে দিন এবং ইঞ্জিন বন্ধ করুন। বোনেট খুলে দিন (সাবধানে), যেন গরম বাতাস বের হতে পারে। ইঞ্জিন ঠান্ডা না হওয়া পর্যন্ত রেডিয়েটরের ক্যাপ খুলবেন না। সম্ভব হলে পানি বা কুল্যান্ট দিয়ে রেডিয়েটর রিফিল করুন।
৮. নিয়মিত গাড়ির সার্ভিস করান
গরমের মৌসুমে একাধিকবার গাড়ির সার্ভিসিং করানো উচিত। এতে গাড়ির কুলিং সিস্টেম, অয়েল, ফ্যান বেল্ট, থার্মোস্ট্যাট-সবকিছু ভালোভাবে যাচাই করা যায়।
- আরও পড়ুন
- ফক্সওয়াগন নতুন টিগুয়ান আর-লাইন আনলো বাজারে
- পুরোনো গাড়ি কিনে জিততে চাইলে খেয়াল রাখুন ৩ বিষয়
সূত্র: টাইমস অব ইন্ডিয়া
কেএসকে/জিকেএস