বাঁকানো ডেস্কটপ আনছে স্যামসাং


প্রকাশিত: ০৩:৩০ এএম, ০৫ জানুয়ারি ২০১৫

দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং এবার বাঁকানো ডেস্কটপ কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে । আধুনিক এই কম্পিউটারে সিপিইউ,সাউন্ড বক্স বলে আলাদা কিছু থাকছে না। উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেম সংবলিত কম্পিউটারটির নাম দেয়া হয়েছে `অ্যাটিভ ওয়ান ৭ কার্ভড।

স্যামসাং কোম্পানির বিপনন বিভাগের ভাইস প্রেসিডেন্ট গ্যারি কারাইডিং জানিয়েছেন,নতুন এই ডেস্কটপে রয়েছে ইন্টেলের কোর আই ফাইভ চিপ,৮ জিবি র্যা ম,১ টিবি ফ্ল্যাশ ড্রাইভ ও ৩.০ ব্লুটুথ মিউজিক প্লে। এ সবকিছু স্থাপন করা হয়েছে ধাতব ফ্রেমওয়ালা একটি ২৭ ইঞ্চি এলসিডি মনিটরের মধ্যে। এই মনিটরটি বাঁকা করে বানানোর ফলে দৃশ্যপট প্রসারিত হবে ১৭৮ ডিগ্রি অ্যাঙ্গেল পর্যন্ত।

গ্যারি কারাইডিং আরো জানান,চলতি বছরের প্রথম তিন মাসের মধ্যে এই ডেস্কটপ বাজারে আসবে এবং মূল্য হবে ১ হাজার ৩০০ মার্কিন ডলার।  
 
স্যামসাং স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য এই ডেস্কটপে থাকবে আরো কিছু সুবিধা। কম্পিউটার শাট ডাউন করা থাকলেও ব্লুটুথ মিউজিক প্লের মাধ্যমে স্মার্টফোন থেকে গান বাজানো যাবে। করা যাবে ফোন এবং বার্তা আদান-প্রদান।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।