চলতি বছরেই আসছে গুগল গ্লাস ২

গুগল গ্লাসের প্রথম সংস্করণের উন্নয়ন ও বিক্রি বন্ধের ঘোষণা দিয়ে প্রযুক্তিপ্রেমীদের অনিশ্চয়তায় ফেলেছিল শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল। তবে ওই ঘোষণার পর এক সপ্তাহ যেতে না যেতেই গুগল গ্লাস ২ উন্নয়নের ঘোষণা দিয়েছে মার্কিন প্রতিষ্ঠানটি, যা চলতি বছরের মধ্যেই উন্মুক্ত করা হতে পারে বলে ধারণা করছেন। খবর টেকটু।
গুগল গত সপ্তাহে এক বিবৃতিতে জানায়, ‘গুগল এক্স’ গবেষণাগারে এ গ্লাসের উন্নয়ন করা হয়। স্বতন্ত্র একটি বিভাগ খুলতে গ্লাস উন্নয়নকারী দলের ডেভেলপারদের গুগল এক্স ল্যাব ছাড়তে হবে শিগগিরই।
পৃথক এ দলটির নেতৃত্বে থাকবেন গুগল এক্স ল্যাবের বর্তমান ম্যানেজার আইভি রস। এ কারণেই আপাতত গুগল গ্লাসের উৎপাদন বন্ধের ঘোষণা দেয়া হয়। এছাড়া পরবর্তী ঘোষণা না দেয়া অবদি ইন্টারনেটনির্ভর পণ্যটির বিক্রিও বন্ধের নির্দেশ দেয়া হয় সে সময়। প্রতিষ্ঠানটির এ ঘোষণার পর থেকেই প্রযুক্তিপ্রেমীদের মধ্যে হতাশা বিরাজ করতে শুরু করে, বিশেষভাবে যারা এ প্রকল্পে বিনিয়োগ করেছেন ক্ষুব্ধ তারাও।
প্রযুক্তিপ্রেমীদের উদ্দেশ্যে এক বিবৃতিতে গুগল জানায়, সংশ্লিষ্ট খাতে আধিপত্য বিস্তারে যখন আমরা কাজ করছি, তখন গুগল এক্স গবেষণাগারের কার্যকারিতা বাড়ানোর প্রয়োজনীয়তা অনুভব করি।
আর এ কারণে এক্স গবেষণাগার থেকে গ্লাস উন্নয়ন দলকে পৃথক করার সিদ্ধান্ত নেয়া হয়। বিবৃতিতে উল্লেখ করা হয়, নতুন কিছু ধারণার সমন্বয়ে গুগল গ্লাস ২ দিয়ে বাস্তবতাকেও হার মানাতে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সাম্প্রতিক সময় পরিধেয় প্রযুক্তি পণ্যের বাজার প্রসার লাভ করেছে উল্লেখযোগ্য হারে। গ্রাহক চাহিদার কথা বিবেচনা করে প্রায় সব প্রযুক্তি কোম্পানিই এখন এ খাতে ব্যবসা প্রসারে কাজ করছে।