ফেসবুক চ্যাটে `seen` হওয়া এড়ানোর উপায়

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৮:৫২ পিএম, ২১ এপ্রিল ২০১৫

২০১৫ সালে কথোপকথন পৌঁছে গেছে একটা অদ্ভুত জায়গায়। যেমন ধরুন, ফেসবুকে আপনি কাউকে একটি বার্তা পাঠালেন। তারপরই শুরু হয়ে যায় ক্ষণ গোনা, কখন সে বার্তাটি দেখবে। কারণ, দেখা মাত্রই ফেসবুক আপনাকে জানিয়ে দিচ্ছে বার্তাটি পড়া হয়েছে। অর্থাৎ ‘seen’ নোটিফিকেশনটি আপনি দেখতে পাবেন।

এতে হয়েছে কিছু মুশকিলও। ধরা যাক, আপনি বেশ ব্যস্ততার মধ্যে থাকেন। অথবা স্রেফ এড়াতে চান কারো কারো বার্তা। সেক্ষেত্রে কী লিখলো, তা জেনেও ভদ্রভাবে এড়ানোটা মুশকিল হয়ে যায়। কারণ সে তো জেনেই গেল, আপনি বার্তাটি দেখেও নীরব।

এমন পরিস্থিতি থেকে উদ্ধারে ফেসবুক অন্তত এখন পর্যন্ত ব্যবহারকারীদের পাশে দাঁড়ায়নি। কিন্তু গুগল ক্রোম ব্রাউজারের একটি এক্সটেনশন সমাধান করতে পারে এ সমস্যার। ‘ফেসবুক আনসিন’ নামের এই এক্সটেনশনটি নামিয়ে ক্রোমে যুক্ত করে নিলেই আপনি বার্তা পড়লেও জানবে না প্রেরক। এই এক্সটেনশনটি যা করে তা হলো, যে কোডটি বার্তা দেখার পর দেখা হয়েছে বিষয়টি জানান দেয়, তা মুছে ফেলে। ফলে ‘seen’ আর দেখায়না ফেসবুক

এখন ইন্টারনেট ব্যবহারকারীদের বড় একটি অংশ মোবাইল ফোনে ফেসবুক ব্যবহার করেন। তাদের ক্ষেত্রে প্লে স্টোর থেকে ‘আনরিড’ অ্যাপটি নামিয়ে নিলে একই কাজ হবে। এ ক্ষেত্রে অবশ্য এই অ্যাপ দিয়ে খোলা কথোপকথনে জবাব দেওয়ার সুযোগ থাকছে না। তা না থাকলোই বা, যে কারণে এটি ব্যবহার করা, সেটি তো হলো!

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।