ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৪ অনুষ্ঠিত


প্রকাশিত: ০৩:২১ এএম, ২১ সেপ্টেম্বর ২০১৪

অনলাইন বিপণন সম্পর্কে ব্যবহারিক জ্ঞান অর্জন এবং একে অনুপ্রাণিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এর উদ্যোগে শনিবার অনুষ্ঠিত হল ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৪ । দিনব্যাপী এ সম্মেলনে বিশ্ববিখ্যাত বিপণন বিশেষজ্ঞদের অংশগ্রহণে কি-নোট সেশন এবং তিনটি প্যানেল ডিসকাসনের আয়োজন ছিল।

রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে ডিজিটাল মার্কেটিং সামিট ২০১৪ উপস্থাপন করেন ডিজিটাল মার্কেটিং বিষয়ক আন্তর্জাতিক বক্তা এবং মাইকেল লিয়েন্ডার কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মাইকেল লিয়েন্ডার।

আরো ছিলেন ভারতের রেজরফিস এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব বিজনেস মনন মেহতা।  এছাড়াও নিউজক্রেড এর সহপ্রতিষ্ঠাতা ইরাজ ইসলাম বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন। দিনব্যাপী এ সম্মেলন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অনুষ্ঠিত হয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।