কম দামে মিলছে আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৬:১৮ এএম, ০৩ ডিসেম্বর ২০১৭

ক্রেতাদের হাতে কম দামে আইফোন দিতে ভারতে চলছে আইফোন ফেস্ট। আইফোনের এই মেলায় বাজারের তুলনায় অনেক কম দামে মিলছে আইফোন। ক্রিসমাস উপলক্ষে আমাজন ইন্ডিয়া এই মেলার আয়োজন করেছে।

গত ২০ নভেম্বর থেকে শুরু হয়েছে আইফোন ফেস্ট। আগামী ৯ ডিসেম্বর পর্যন্ত এই ফেস্ট চলবে। আইফোন এসই থেকে আইফোন ৮ এবং আইফোন ৮ প্লাস পর্যন্ত ফোন কিনতে পাওয়া যাচ্ছে এই উৎসবে। এছাড়াও পুরনো আইফোন বদল করলে ক্রেতা ৯৫০০ টাকা পর্যন্ত ছাড়া পেতে পারেন।

বিজ্ঞাপন

এইচডিএফসি ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে আইফোন কিনলে ২০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাওয়া যাবে।

৩২ জিবি-র স্পেস গ্রে আইফোন ৬-এর দাম ৩,৫১০ টাকা কমে হয়েছে ২৫,৯৯০ টাকা। আইফোন এসই-র দাম বাজারে ২৬ হাজার টাকা। কিন্তু এখানে মাত্র ১৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।