করোনা ভ্যাকসিন পরিবহনে বিশেষ ধরনের ট্রাক

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৪:২৮ পিএম, ২৪ জানুয়ারি ২০২১

ভারতের প্রত্যন্ত গ্রামে করোনার ভ্যাকিন পৌঁছে দেয়ার বিশেষ ধরনের ট্রাক আনছে টাটা মটরস। এই ট্রাকের নাম দিয়েছে রেফ্রিজারেটেট ট্রাক।

করোনা ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দিতে যে ট্রাক ব্যবহার করা হবে তাতে তাপমাত্রা ও ওজন নির্ধারিত থাকবে। ফলে সাধারণ ট্রাকে ভ্যাকসিন পৌঁছে দেয়া যাবে না।

রেফ্রিজারেটেট ট্রাক সেই হিসেবে এর ডিজাইন করা হয়েছে।

এ রেফ্রিজারেটেড ট্র্যাক বিভিন্ন প্রকারের হবে। ইন্টারমিডিয়েট কমার্শিয়াল ভেহিকেল ও মিডিয়াম কমার্শিয়াল ভেহিকেল সেগমেন্ট-এ এই ট্রাক ভ্যাকসিন বহন করবে।

অর্থাৎ, শুধু ট্রাক নয়, রেফ্রিজারেটেড ভ্যানও ভ্যাকসিন পৌঁছে দেয়ার কাজ করবে।

টাটা মটরস-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ভ্যাকসিন দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে দেয়ার জন্য ভারত সরকারকে সহায়তা করতে পেরে তারা গর্বিত।

ইনসুলেটেড ভ্যাকসিন ও রেডি টু ইউজ রিফার্স ভারতের যে কোনো প্রান্তে থাকা গ্রামে দ্রুত পৌঁছে দিতে পারবে তাদের রেফ্রিজারেটেট ট্রাক।

এমএমএফ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।