শুক্রবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো

শুক্রবার শুরু হচ্ছে স্মার্টফোন ও ট্যাব এক্সপো ২০১৪। স্মার্টফোন ও ট্যাবের পাশাপাশি এগুলোর বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে এই এক্সপোর আয়োজন করছে এক্সপো মেকার।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুক্রবার শুরু হওয়া এই এক্সপো চলবে রোববার পর্যন্ত। এতে আসুস, লেনেভো, হুয়াওয়ে, সিম্ফোনি, মাইক্রোসফট, স্যামস্যাংয়ের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলোর ডিভাইস থাকবে।
একই সঙ্গে থাকবে অপ্পো, জিওমি, এডাটা, আরএনটেক, এইচটিএস কর্পোরেশন, ডিএক্স জেনারেশন, অ্যালকাটেল, জেট কাইট নাইন, প্রেস্ট্রিজিও, গ্যাজেট অ্যান্ড সেভেন ওয়ান প্লাসের মতো ব্র্যান্ডগুলোর স্মার্টফোন এবং ট্যাব নিয়ে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর স্টল।
আয়োজক সূত্র জানেয়েছে, তৃতীয়বারের মত বড় আয়োজনে এক্সপোতে পণ্য প্রদর্শন করা হবে। আরও আকর্ষণীয় করতে সর্বশেষ প্রযুক্তি ও মডেলের ডিভাইস প্রদর্শনীর পাশাপাশি মেলায় বিভিন্ন ধরনের আয়োজন করা হবে। এতে দেশে প্রথমবারের মতো অ্যান্ড্রয়েড অনলাইন গেইমিং কনটেস্ট থাকবে। অ্যাপ প্রদর্শনীর জন্য একটি অ্যাপ জোনেরও ব্যবস্থা রাখা হবে।
মেলায় প্রযুক্তি প্রেমিদের উৎসাহ ও আগ্রহী করতে তুলতে বিভিন্ন বিষয়ে সেমিনার ও ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। অন মোবাইল অ্যাপস : অ্যাডভান্সমেন্ট ইন বাংলাদেশ, মোবাইল ওয়ালেট : দ্যা স্মার্ট ব্যাংকিং, মাই ডিভাইস-সিকিউরিটি ডিভাইস এবং ট্রান্সফর্মেশন অব দ্য গ্যাজেট : হোয়াট নেক্সট- শীর্ষক চারটি সেমিনার এবং হাউ টু বি এ মোবাইল অ্যাপ ডেভেলাপার শীর্ষক একটি কর্মশালা হবে।