আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন রবির দুই কর্মকর্তা
ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড এইচআরডি কংগ্রেসে ‘মোস্ট ইনফ্লুয়েনশিয়াল হিউম্যান রিসোর্সেস লিডার্সের’ স্বীকৃতি পেয়েছেন মোবাইল অপারেটর রবির উচ্চপদস্থ দুই কর্মকর্তা। তারা হলেন- এইচআর বিজনেস পার্টনারিংয়ের ভাইস প্রেসিডেন্ট মো. ফয়সাল ইমহিয়াজ খান ও ট্যালেন্ট অ্যান্ড ডেভলপমেন্টের ভাইস প্রেসিডেন্ট তৌহিদুল আলম।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানায়, ‘বাংলাদেশের মানবসম্পদ ব্যবস্থাপনার পেশাগত ক্ষেত্র যে বৈশ্বিক মানে পৌঁছাচ্ছে এ স্বীকৃতি তারই প্রমাণ। ডিজিটাল দেশে পরিণত হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। আর সেই সঙ্গে দেশের ক্রমবর্ধমান টেলিযোগাযোগ শিল্পের বিকাশে প্রস্তুত এক দক্ষ ব্যবস্থাপনা। রবির উচ্চপদস্থ কর্মকর্তাদের স্বীকৃতি তারই প্রতিফলন।’
বিশ্বের শীর্ষ ৫০ প্রভাবশালী এইচআর টেক লিডার হিসাবে স্বীকৃতি পেয়েছেন ফয়সাল, অন্যদিকে বিশ্বের শীর্ষ ১০০ জন প্রভাবশালী এইচআর লিডারদের একজন হলেন আলম।
রবির ঊর্ধ্বতন ব্যবস্থাপনায় যোগ দেয়ার পর মানবসম্পদ ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর পদক্ষেপ নিয়ে প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে ভূমিকা রেখেছেন ফয়সাল। সহকর্মীদের মাঝে সৌহার্দ্যপূর্ণ ও কার্যকর সম্পর্ক নিশ্চিত করে দক্ষতা বৃদ্ধির ক্ষেত্রে তিনি অনন্য যোগ্যতার পরিচয় দিয়েছেন। বেশ কয়েকটি শিল্পে ২২ বছরের কর্মজীবনে তিনি নৈতিকতা ও বিচক্ষণতার ক্ষেত্রে যোগ্যতার পরিচয় দিয়ে সাফল্য অর্জন করেছেন।
অন্যদিকে মানবসম্পদ ব্যবস্থাপনায় ১৪ বছরের অভিজ্ঞতায় তৌহিদুল আলমের বিশেষ দক্ষতার ক্ষেত্রগুলো হচ্ছে স্ট্রাটেজিক এইচআর ট্রান্সফরমেশন, ট্যালেন্ট ম্যানেজমেন্ট, পারফরমেন্স অ্যান্ড রিওয়ার্ডস ও এমপ্লয়ি ম্যানেজমেন্ট। এসএইচএল সনদপ্রাপ্ত তৌহিদ মূল্যায়নকারী ও পরিস্থিতিগত নেতৃত্বের ক্ষেত্রে ক্যান ব্ল্যানচার্ড কোম্পানির সনদপ্রাপ্ত প্রশিক্ষক। তিনি মেধাবীদের ও বিভিন্ন লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামের নিয়মিত প্রশিক্ষক।
আরএম/এনএফ/আরআইপি