ছবি সম্পাদনায় ফেসবুক অ্যাপ
ছবি সম্পাদনায় নতুন অ্যাপ আনছে ফেসবুক। নতুন অ্যাপ ব্যবহার করে মোবাইল ডিভাইসের মাধ্যমে আপলোড করা ছবি সম্পাদন করা যাবে। আইওএস ও অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীরা অ্যাপটির মাধ্যমে উন্নত মানের ছবি ফেসবুকে আপলোডের সুযোগ পাবেন।
মোবাইলে ইন্টারনেট ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে এর মাধ্যমে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ সাইট ব্যবহারের প্রবণতাও বাড়ছে। মোবাইল ডিভাইসে মানুষ এখন ছবি তোলামাত্র তা ফেসবুকে আপলোডের সুযোগ পায়। কিন্তু আলো-ছায়া, অবস্থানগত কারণে অনেক সময় তোলা ছবির মান ভালো হয় না। এ সমস্যার সমাধানে ফেসবুক নতুন অ্যাপটি এনেছে।
এ অ্যাপ ব্যবহার করে আপলোড করা ছবির মান স্বয়ংক্রিয়ভাবেই উন্নত হবে। যেমন, ছবিতে আলো-ছায়ার ব্যবহার অ্যাপটি নিজে থেকেই যথার্থ করে দেবে। সাম্প্রতিক এক প্রতিবেদনে টেকক্রাঞ্চ জানায়, অ্যাপটি ব্যবহারের মাধ্যমে ছবির আকার স্বয়ংক্রিয়ভাবে বড় করা সম্ভব হবে। বাজারে নিজেদের আধিপত্য বাড়াতে এ অ্যাপ বাজারে আনতে যাচ্ছে শীর্ষ মার্কিন সামাজিক যোগাযোগ সাইটটি।