ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট একেবারে ডিলিট করবেন যেভাবে

তথ্যপ্রযুক্তি ডেস্ক
তথ্যপ্রযুক্তি ডেস্ক তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ০৫:১৬ পিএম, ০৫ মে ২০২৪

বিশ্বের অন্যতম জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রাম। অবসর সময়ে ইনস্টাগ্রামে রিল দেখে সময় কাটে। আবার নানান ভিডিও, কেনাকাটা, ছবি, ভিডিও শেয়ার করেন নিয়মিত। প্রতিনিয়ত ইনস্টাগ্রামে বিভিন্ন ফিচার যুক্ত করা হচ্ছে ব্যবহারকারীদের অভিজ্ঞতা ভালো করতে।

তবে আপনি চাইলে এই ভার্চুয়্যাল দুনিয়া থেকে দূরেও থাকতে পারেন। এজন্য আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি চাইলে একেবারে ডিলিট করে দিতে পারেন। স্ক্রিন টাইমিং কমাতে অনেকেই অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে রাখেন। আবার অনেকে একেবারে অ্যাকাউন্ট ডিলিট করে দেন। মনে রাখবেন একবার অ্যাকাউন্ট ডিলিট করার নির্দিষ্ট সময় পার হলে আপনার কোনো ছবি, পোস্ট আর ফিরে পাবেন না।

বিজ্ঞাপন

চলুন দেখে নেওয়া যাক কীভাবে কাজটি করবেন-

আরও পড়ুন

>> আপনার অ্যান্ড্রয়েড বা আইওএস ডিভাইসে ইনস্টাগ্রাম অ্যাপ খুলুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> হ্যামবার্গার মেনুতে ক্লিক করে অ্যাকাউন্ট প্রোফাইলে যান।

>> অ্যাকাউন্ট সেন্টার খুলুন এবং এরপর ব্যক্তিগত বিবরণে যান।

>> এখন অ্যাকাউন্টের মালিকানা এবং নিয়ন্ত্রণে আলতো চাপুন এবং নিষ্ক্রিয়করণ বা মুছে ফেলার বিকল্পটি নির্বাচন করুন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

>> আপনি যে অ্যাকাউন্টটি সরাতে চান সেটি নির্বাচন করুন এবং অ্যাকাউন্ট মুছুন নির্বাচন করুন

>> এরপর কন্টিনিউ অপশনে ক্লিক করুন।

>> এবার আপনার অ্যাকাউন্ট মুছে ফেলার কারণ নির্বাচন করুন।

বিজ্ঞাপন

>> আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাসওয়ার্ড লিখুন এবং আপনার অ্যাকাউন্ট স্থায়ীভাবে মুছে ফেলার জন্য অন-স্ক্রীন নির্দেশাবলি অনুসরণ করুন।

আরও পড়ুন

সূত্র: টেকক্রাঞ্চ

বিজ্ঞাপন

কেএসকে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।