আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

ভ্রমণ ডেস্ক
ভ্রমণ ডেস্ক ভ্রমণ ডেস্ক
প্রকাশিত: ০২:১০ পিএম, ১২ জুলাই ২০২২

সাইফুর রহমান তুহিন

সবুজের মাঝে হারিয়ে যেতে কার না ইচ্ছে হয়! আর তা যদি হয় সাফারি পার্ক তাহলে তো কথায় নেই! ভ্রমণপ্রিয় পর্যটকদের সফরসূচিতে অবশ্যই আফ্রিকান সাফারি পার্ক অন্তর্ভুক্ত রাখা উচিত। প্রকৃতি ও বন্যপ্রাণীর মিলনমেলার বিচিত্র সৌন্দর্য উপভোগ করতে ঘুরে আসুন আফ্রকার বেশ কয়েকটি ন্যাশনাল পার্ক থেকে।

জানলে অবাক হবেন, বিশ্বের সবচেয়ে বিলুপ্তপ্রায় ও বিস্ময়কর কিছু প্রাণীর আবাসস্থল আছে সেখানে। বিগ ফাইভের (সিংহ, আফ্রিকান হাতি, ক্যাপে মহিষ, লোপার্ড ও গণ্ডার) প্রাচুর্যের জন্য আফ্রিকা সুপরিচিত।

আপনি যদি সবগুলোকে এক জায়গায় দেখতে পারেন তাহলে সেটি হবে এক চমকপ্রদ অভিজ্ঞতা। চলুন পরিচিত হওয়া যাক আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা কিছু ন্যাশনাল পার্ক ও সংরক্ষণাগারের সঙ্গে-

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

ভলকানো’স ন্যাশনাল পার্ক, রুয়ান্ডা

ভলকানো শব্দের অর্থ হলো আগ্নেয়গিরি। বন্যজীবনপ্রেমীরা ভলকানো’স ন্যাশনাল পার্কে বেড়াতে যান সাধারণত বন্য গরিলাদের দেখতে। এসব পার্বত্য গরিলা হলো সবচেয়ে নজরকাড়া ও বিরলতম প্রজাতির উল্লুকদের মধ্যে অন্যতম।

এক রিপোর্ট থেকে জানা যায়, এরকম চমৎকার জীব সারা বিশ্বে মাত্র হাজারখানেক অবশিষ্ট আছে। এগুলোকে ঠিকভাবে পর্যবেক্ষণের জন্য কেউ চাইলে বেছে নিতে পারেন গাইডেড গরিলা ট্র্যাকিং সাফারি।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

সাউথ লুয়াংওয়া ন্যাশনাল পার্ক, জাম্বিয়া

সাউথ লুয়াংওয়াকে আফ্রিকার সর্বশ্রেষ্ঠ ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারিগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচিত। পার্কটি সুপরিচিত এর নির্জন বিশাল প্রান্তরের জন্য। এটি আপনাকে নিশ্চয়তা দেয় একটি বিস্ময়কর বন্যজীবনের অ্যাডভেঞ্চারের।

পুরো স্থানটি নিশ্চিতভাবেই আকর্ষণীয় যেখানে আবার অস্তিত্ব আছে লুয়াংওয়া নদীর। এখানে আপনি দেখতে পাবেন বিরল প্রজাতির লোপার্ড ও বন্য কুকুর।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

সেরেংগেটি ন্যাশনাল পার্ক, তানজানিয়া

সেরেংগেটি ন্যাশনাল পার্ক একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ও তানজানিয়ার সবচেয়ে পুরোনো ও সবচেয়ে জনপ্রিয় ন্যাশনাল পার্কগুলোর একটি। এই পার্ক বিখ্যাত তার প্রতি বছরের পশুপাখি স্থানান্তরের (হরিণ প্রজাতির প্রাণির স্থানান্তর হিসেবেও পরিচিত) জন্য।

যেখানে এক মিলিয়নেরও বেশি হরিণ প্রজাতি ও দুই লাখেরও বেশি জেব্রা ও অ্যান্টিলোপ প্রজাতি বেঁচে থাকার জন্য মাসাই মারি ও সেরেংগেটি অতিক্রম করে।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

ওকাভাঙ্গো ডেল্টা, বতসোয়ানা

শুধু ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশই নয়, ওকাভাঙ্গো ডেল্টা বতসোয়ানায় অবশ্যই দর্শনীয় একটি ওয়াইল্ডলাইফ পার্ক। ডেল্টা তার বন্যজীবনের দৃশ্যাবলীর জন্য সুপরিচিত। এটি সাফারি লজগুলোর জন্যও বিখ্যাত।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

মাসাই মারা ন্যাশনাল রিজার্ভ, কেনিয়া

মাসাই মারা আফ্রিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাফারি গন্তব্য। মাসাই সম্প্রদায়ের মালিকানাধীন এই জাতীয় সংরক্ষণাগারে আছে বিস্ময়কর জীববৈচিত্র্য। এটি ৯৫ এর বেশি বন্যপ্রাণী ও আনুমানিক ৫৭০ প্রজাতির পাখির আবাসস্থল। মাসাই মারাতে অসায়াসেই দেখা মিলবে সিংহ ও চিতার।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

লেক নাকুরু ন্যাশনাল পার্ক, কেনিয়া

এই স্থানটি কিন্তু পাখিপ্রেমীদের এক স্বর্গরাজ্য। লেক নাকুরুতে যে কেউ দেখতে পাবেন লাখ লাখ গোলাপি রংয়ের ফ্ল্যামিঙ্গো পাখি জলজ শৈবালের ওপর খাবার খাচ্ছে। এর পাশাপাশি এই পার্কের অভ্যন্তরে খুব সহজেই সাদা গণ্ডার, চিতা ও জিরাফের দেখা মিলবে।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

ক্রুগার ন্যাশনাল পার্ক, দক্ষিণ আফ্রিকা

দক্ষিণ আফ্রিকার ক্রুগার পার্ক পরিচিত বিগ ফাইভের উপস্থিতির জন্য। ১৮৯৮ সালে প্রতিষ্ঠিত এই ন্যাশনাল পার্ক বন্যজীবনপ্রেমীদের জন্য একটি গুরুত্বপূর্ণ ভ্রমণ গন্তব্য যেখানে তারা সহজেই দেখতে পারবেন গণ্ডার, সিংহ, হাতি, মহিষ ও লোপার্ডকে (বিগ ফাইভ) একেবারে তাদের নিজস্ব পরিবেশে। চাইলে হাতির পিঠে চড়ে ঘুরে বেড়াতে পারবেন সেখানে।

আফ্রিকার সবচেয়ে সুন্দর ও সেরা ৮ ন্যাশনাল পার্ক

অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ক, কেনিয়া

এই পার্ক ৪০০ এরও বেশি প্রজাতির পাখি ও ৪৭টিরও বেশি প্রজাতির কুমিরের আবাসস্থল। নজরকাড়া সব পাখি ও বন্যপ্রাণী দেখা যায় বলে অ্যাম্বোসেলি ন্যাশনাল পার্ককে বিশ্বের অন্যতম আকর্ষণীয় একটি জায়গা হিসেবে বিবেচিত।

এটি এমন এক স্থান যেখানে গেলে আপনি দেখতে পাবেন, হাতিরা চমৎকার মাউন্ট কিলিমানজারো পর্বতের আশেপাশে হেঁটে বেড়াচ্ছে।

লেখক: ফ্রিল্যান্স সাংবাদিক ও ভ্রমণ লেখক।

জেএমএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।