অটো চালককে মিটারে চালাতে বাধ্য করলেন মার্কিন নারী! (ভিডিও)

সিএনজিতে মিটারে যেতে না চাওয়া ঢাকা শহরে অত্যন্ত পরিচিত ঘটনা। প্রায় কোনো সিএনজিতেই যাত্রীদের মিটারে নেওয়া হয় না। একই দৃশ্য ভারতেও। কিন্তু সম্প্রতি একজন আমেরিকান নারী এই সমস্যারই সমাধান করলেন অভিনব উপায়ে।
ওয়াশিংটন ডিসি’র জর্জটাউন ইউনিভার্সিটির অধ্যাপক ক্রিস্টিন ফেয়ার ভারতের হায়দরাবাদে চারমিনার যাওয়ার জন্য অটোরিকশায় উঠেছিলেন। যথারীতি অটোওয়ালা মিটারে যেতে নারাজ। তখন ক্রিস্টিন যা করলেন- তার মোবাইলে ভিডিও রেকর্ডিং অন করে শুদ্ধ হিন্দিতে পুরো ঘটনার বর্ণনা দিয়ে জানালেন ‘আজ আমার ছুটি, সারাদিন এই অটোতেই বসে থাকতে পারবো। আর যে যাত্রীরা আসবেন তাদের হিন্দী গান শুনিয়ে বিনোদন দেব।` বলেই তিনি গাইতে শুরু করলেন- মুঝে নিন্দ না আয়ে...সহ একাধিক বলিউডি ছবির গান।
এই ঘটনায় ভ্যাবাচ্যাকা খাওয়া অটোরিকশা চালক শেষপর্যন্ত বাধ্য হলেন তাকে মিটারে চারমিনার নিয়ে যেতে।
ইউটিউবে আপলোড করা ক্রিস্টিনের এই ভিডিও এরইমধ্যে ভাইরাল হয়ে ছড়িয়ে পড়েছে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ক্রিস্টিন জানান বিভিন্ন দেশে এবং বিভিন্ন ভাষায় তিনি এই কৌশল খাটিয়ে সফল হয়েছেন। সুতরাং ঢাকা শহরেও যে কোনো সিএনজি চালক ক্রিস্টিনের পাল্লায় পড়বেন না, কে বলতে পারে।
এসআরজে