শার্শা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করতে শপথ গ্রহণ
শার্শা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত করণের জন্য বুধবার বিকেলে শার্শা উপজেলা পরিষদে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শার্শা উপজেলাকে বাল্য বিবাহমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রতিজ্ঞা করে সভায় আগতরা শপথ নেন।
সভার আলোচনায় ১৮ বছরের আগে বিয়ে নয় এবং এ নিয়ম যারা ভঙ্গ করবেন তাদেরকে আইনের আওতায় শাস্তি দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় উপস্থিত সকল কাজীকে বিয়ে পড়ানোর দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ নিকটস্থ থানার ওসিকে জানানোর জন্য নির্দেশ দেওয়া হয়। ভুল হলে কাজীদের বিরুদ্ধেও আদালতে শাস্তির বিধান রাখা হয়েছে বলে উল্লেখ করা হয়।
চলতি বছরের মধ্যে শার্শা উপজেলাকে শতভাগ বাল্য বিবাহমুক্ত উপজেলা ঘোষণা, উপজেলার প্রতিটি ইউনিয়ন ও শিক্ষা প্রতিষ্ঠানে বাল্য বিবাহ প্রতিরোধ কমিটি গঠন, শিক্ষা প্রতিষ্ঠানসমূহে সচেতনতা বিষয়ক সভা ও জন্ম নিবন্ধন নিশ্চিত করার জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শিক্ষর্থীদের মাঝে লাল কার্ড বিতরণ করা হবে বলে সভায় জানানো হয়।
শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুস সালামের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু। এছাড়াও সেখানে উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস, নাভারন কলেজের অধ্যক্ষ ইব্রাহিম খলিল, শার্শা উপজেলা মহিলা কর্মকর্তা কানিজ তাজিয়া, বেনাপোল পোর্ট থানার ইন্সপেক্টর (তদন্ত) খন্দকার শামীম উদ্দিন, শার্শা থানার সাব ইন্সপেক্টর সঞ্জীব কুমার, বিভিন্ন ইউনিয়নের ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রশাসনের সকল দফতরের কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় বিভিন্ন এনজিও সংস্থার কর্মকর্তা এবং উপজেলার সকল কাজীরা উপস্থিত ছিলেন।
জামাল হোসেন/এফএ/ এমএএস/পিআর