প্রাণনাশের হুমকিতে সু চির নিরাপত্তা বৃদ্ধি
ফেসবুকে প্রাণনাশের হুমকি দেয়ার পর অং সান সুচির নিরাপত্তা বাড়িয়ে দিয়েছে দেশটি। গত সপ্তাহে ইয়ে লোইন মিয়িন্ত নামে এক ব্যক্তি ফেসবুকে এক পোস্টে মিয়ানমারের বর্তমান সংবিধানে গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চিকে প্রেসিডেন্ট হওয়া থেকে বিরত রাখার যে বিতর্কিত ধারা রয়েছে, সেটি কেউ পরিবর্তন করতে চেষ্টা করলে তাকে গুলি করার হুমকি দেন।
ওই ব্যক্তি তার পোস্টে ৭০ বছর বয়সী নোবেল বিজয়ী অং সান সু চির নাম উল্লেখ না করলেও এতে তার দিকেই ইঙ্গিত করা হয়েছে। কেননা সু চি তার প্রেসিডেন্ট হওয়ার অভিলাষ গোপন করার চেষ্টা করেননি।
সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি (এনএলডি) গত বছরের শেষ দিকে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল বিজয় লাভ করে। কিন্তু সন্তান ও স্বামী বিদেশী পাসপোর্টধারী হওয়ায় সংবিধানের একটি ধারা অনুযায়ী সু চি প্রেসিডেন্ট হতে পারছেন না। এনএলডি নেত্রীর ঘনিষ্ট একজন সদস্য বলেন, “ওই ব্যক্তির হুমকির পর থেকে সু চির বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয়া হয়েছে।”
রাজধানী নাইপিদোর একজন সিনিয়র পুলিশ কর্মকর্তাও দেশটির সংবাদমাধ্যমে বাড়তি নিরাপত্তার কথা নিশ্চিত করেছেন। তবে নাম প্রকাশ না করার অনুরোধ জানিয়ে তিনি বলেছেন, “তার (সু চি) জন্য পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে, তবে এটি অদাফতরিক।”
আরএস/এমএস