শুরু হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব


প্রকাশিত: ০২:০৩ পিএম, ০২ ডিসেম্বর ২০১৪

৪ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ঢাকায় শুরু হচ্ছে ১৩তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। আট দিনব্যাপী এ আসরে ৫০টি দেশের দুই শতাধিক ছবি অংশ নিচ্ছে।

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় উৎসবের আয়োজক বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম। এ সময় উপস্থিত ছিলেন উৎসব কমিটির সভাপতি নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু, পরিচালক তারেক আহমেদ বুলবুলসহ কমিটির অন্যান্য সদস্যরা।

সংবাদ সম্মেলনে লিখিত বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার বিকাল ৪টায় শাহবাগের জাতীয় জাদুঘর প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আয়োজনের চলচ্চিত্রগুলো বাংলাদেশ জাতীয় জাদুঘর, বেগম সুফিয়া কামাল জাতীয় গ্রন্থাগার অধিদপ্তরের মূল মিলনায়তনে  দেখানো হবে। এছাড়াও একই ছবি জগন্নাথ বিশ্ববিদ্যালয় (৭-৯ ডিসেম্বর), রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্র (৫-৭ ডিসেম্বর) ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (৫, ৬ ও ১১ ডিসেম্বর) প্রদর্শিত হবে। উৎসব শেষ হবে ১১ ডিসেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।