উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগ


প্রকাশিত: ০২:০৭ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬

উত্তর কোরিয়ায় নতুন সেনাপ্রধান নিয়োগ দেয়া হয়েছে। সম্প্রতি দেশটির সাবেক সেনাপ্রধানের মৃত্যুদণ্ড কার্যকরের পর নতুন এ প্রধানকে নিয়োগ দেয়া হলো।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির (কেসিএনএ) এক প্রতিবেদনে সাবেক নিরাপত্তা মন্ত্রী রি মিয়ং সুকে কোরিয়ান পিপলস আর্মি জেনারেল স্টাফের প্রধান হিসেবে উল্লেখ করা হয়েছে। উ. কোরীয় নেতা কিম জং উনের নির্দেশনায় সেনাবাহিনীর এক সামরিক মহড়া সংক্রান্ত খবর প্রকাশের সময় এ তথ্য জানানো হয়।

চলতি মাসের শুরুর দিকে রি মিয়ং সুরের পূর্বসূরি রি ইয়ং গিলের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। দলীয় লেজুড়বৃত্তি ও ষড়যন্ত্রে জড়িত থাকার বিষযে সমালোচনা হয় সেনাপ্রধানের। এরপরই তার মৃত্যদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগেও দেশটিতে কয়েকজন শীর্ষ কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।