রাজেশের সুরায়োজনে গাইলেন সাবিনা ইয়াসমীন
দেশের জীবন্ত কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন। দীর্ঘ ক্যারিয়ারে তিনি গেয়েছেন অসংখ্য কালজয়ী-শ্রুতিমধুর গান। বিশেষ করে বাংলা চলচ্চিত্রে এই গানের পাখি রেখেছেন অনন্য সাফল্যের ছাপ।
অন্যদিকে রাজেশ ঘোষ দেশের স্বনামধন্য একজন সুরকার। তার সুরে কণ্ঠ দিয়েছেন আসিফ আকবর, উদিত নারায়ন, মিতালী মূখার্জির মতো খ্যাতিমান শিল্পীরা।
ভিন্ন দুই প্রজন্মের গানের এই দুই সফল মানুষ এবার একসঙ্গে কাজ করলেন। সম্প্রতি প্রথমবারের রাজেশের সুরে গান গাইলেন সাবিনা ইয়াসমীন। এরইমধ্যে মগবাজারের একটি স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়েছে। ‘ইচ্ছে করে’ শিরোনামের এ গানটির কথা লিখেছেন প্রদীপ সাহা।
এই গান প্রসঙ্গে রাজেশ বলেন, ‘এটা একটা স্বপ্ন পূরণের ব্যাপার। সাবিনা ইয়াসমীনের মতো গুণী শিল্পীর জন্য সুরারোপ করতে পারাটা যে কারোর কাছেই একটা লালিত স্বপ্ন। প্রিয় শিল্পীর গলায় নিজের সুর করা গান শুনব- এটা ভাবতেই ভালো লাগছে। আশা করছি শ্রোতারা উপভোগ করবেন ‘ইচ্ছে করে’ গানটি।’
প্রসঙ্গত, দ্বৈত কণ্ঠের এই গানটিতে সাবিনা ইয়াসমীনের সঙ্গে কণ্ঠ দিয়েছেন তারই কন্যা বাঁধন। এটি বাঁধনের নাম ঠিক না হওয়া অ্যালবামে স্থান পাবে। এতে রাজেশের সুর করা মোট ৬টি গান থাকছে।
এলএ/পিআর