কারামুক্ত হলেন সঞ্জয় দত্ত


প্রকাশিত: ০৪:৪০ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

অবশেষে কারাগার থেকে মুক্তি পেলেন বলিউড অভিনেতা সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার সকালে পুনের ইয়ারওয়াদা জেল থেকে মুক্তি পান তিনি।

পাঁচ বছর সাজা ভোগ করার পর আজ মুক্তি পান এই অভিনেতা। ১৯৯৩ সালের ১২ মার্চ মুম্বাইয়ে সিরিজ বোমা বিস্ফোরণে জড়িতদের কাছ থেকে বেআইনি অস্ত্র কেনার দায়ে তাকে পাঁচ বছরের সাজা দিয়েছিলেন আদালত।

৫ বছরের শাস্তির মধ্যে দুই দফায় ৫০ মাস কারাভোগ করেছেন এই তারকা। এর মধ্যে বিশেষ উপলক্ষ্যে কয়েক ঘণ্টার জন্য বাড়িতেও আসার সুযোগ পেয়েছিলেন তিনি, যা নিয়ে বরাবরই নানা বিতর্কের সৃষ্টি হয়েছে।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।