জাবিতে চলছে তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ১১:১০ এএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের তৃতীয় দিনের ভর্তি পরীক্ষা চলছে। সব ইউনিট মিলিয়ে পরীক্ষা চলবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের প্রথম শিফটের পরীক্ষার মধ্য দিয়ে তৃতীয় দিনের ভর্তি কার্যক্রম শুরু হয়।

তৃতীয় দিনের পরীক্ষার প্রথম দুই শিফটে ‘ই’ ইউনিটের অন্তর্ভুক্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এই ইউনিটে ২০০টি আসনের বিপরীতে মোট আবেদন পড়েছে ১৫ হাজার ১৮১টি। হিসাব অনুযায়ী আসন প্রতি লড়বেন ৭৬ জন শিক্ষার্থী।

এছাড়া দিনের তৃতীয় শিফট থেকে পঞ্চম শিফট পর্যন্ত ‘এ’ ইউনিটে (গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি) আবেদনকারী মেয়ে শিক্ষার্থীদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

সৈকত ইসলাম/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।