চবির সহকারী প্রক্টরকে নারী শিক্ষার্থীর থাপ্পড়, ভিডিও ভাইরাল

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চবি
প্রকাশিত: ০৮:৫৫ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৫
অভিযুক্ত শিক্ষার্থী আফসানা এনায়েত এমি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন এক নারী শিক্ষার্থী। তার নাম আফসানা এনায়েত এমি। তিনি ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আইন বিভাগের ছাত্রী।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। গত ৫ ফেব্রুয়ারি রাতে শেখ হাসিনা হলের সামনে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ভিডিওতে দেখা যায়, গত ৫ ফেব্রুয়ারী বিশ্ববিদ্যালয়ের শেখ হাসিনা হলের নৌকা প্রতীক ও শেখ হাসিনার ম্যুরাল ভাঙতে গেলে হলটির নারী শিক্ষার্থীদের বাধার সম্মুখীন হন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এসময় হলের নারী শিক্ষার্থী ও বিক্ষুব্ধ শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলীর মুখে থাপ্পড় মারেন শেখ হাসিনা হলের শিক্ষার্থী আফসানা এনায়েত এমি।

এ বিষয়ে সহকারী প্রক্টর অধ্যাপক ড. কুরবান আলী বলেন, ‘আমরা সেদিন আমাদের দায়িত্ব পালনের জন্য শেখ হাসিনা হলে গিয়েছিলাম। আমরাতো কারও শত্রু না। বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য হলের নারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করলে তারা আমাদের কথা শুনতে রাজি ছিল না। এর একপর্যায়ে আফসানা এনায়েত ইমি নামের এক শিক্ষার্থী আমার শরীরে আঘাত করে।’

অভিযোগের বিষয়ে জানতে চেয়ে আফসানা এনায়েত এমিকে একাধিকবার ফোন করলেও তিনি সাড়া দেননি।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান জাগো নিউজকে বলেন, এ ঘটনায় একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি প্রতিবেদন দিলে সে অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে সহকারী প্রক্টর লাঞ্ছিত করার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ছাত্রশিবির চবি শাখা। বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে শাখা ছাত্রদল।

আহমেদ জুনাইদ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।