অধ্যাপক আরেফিন সিদ্দিক আপাদমস্তক ভদ্রলোক ছিলেন: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০২ পিএম, ০৯ এপ্রিল ২০২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক আপাদমস্তক একজন ভদ্রলোক ছিলেন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমেদ খান।

তিনি বলেন, আমি আমার একান্ত ব্যক্তিগত বিষয়ে যাদের সঙ্গে পরামর্শ করতাম তাদের মধ্যে তিনি (আরেফিন সিদ্দিক) ছিলেন। আমি বিশ্বাস করি, মানুষের দোয়া ও ভালোবাসায় চূড়ান্ত বিচারে তিনি উত্তীর্ণ হবেন।

বুধবার (৯ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আরেফিন সিদ্দিকের স্মরণে আয়োজিত সভায় এ কথা বলেন উপাচার্য।

অধ্যাপক আরেফিন সিদ্দিক আপাদমস্তক ভদ্রলোক ছিলেন: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা এ স্মরণসভার আয়োজন করেন। অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক এই বিভাগের শিক্ষক ছিলেন।

আরও পড়ুন

স্মরণসভায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল হক বলেন, আরেফিন স্যার উপাচার্য থাকাকলীন কখনোই তার চেয়ারের দায়িত্ব ভুলে যাননি। তবে উনি কখনোই কোনো কিছু কারও ওপর চাপিয়ে দেয়নি। আরেফিন স্যারের রাজনৈতিক মতবাদ দিয়ে তাকে মূল্যায়ন করা আমাদের জন্য দুঃখজনক। তিনি সবসময় রাজনীতির ঊর্ধ্বে থেকে কাজ করেছেন। কে নীল দল, কে সাদা দল এটা তিনি দেখেননি।

অধ্যাপক আরেফিন সিদ্দিক আপাদমস্তক ভদ্রলোক ছিলেন: ঢাবি উপাচার্য

আরেফিন সিদ্দিকের সহধর্মিণী মিরা সিদ্দিক বলেন, উনার মুখে আমি কখনো কারও বদনাম শুনিনি। আমি বুঝতাম উনি কারও কারণে কষ্ট পাচ্ছেন, তবুও তিনি তার নাম বলতেন না। উনি সবসময় বলতেন, পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ একজন ভালো মানুষ হওয়া।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের পরিবারের সদস্য মেহরুবা সিদ্দিক বলেন, তিনি সবসময় ছোট ছোট কাজেও আমাদের উৎসাহ দিতেন। যে কোনো পর্যায়ের মানুষের কথাকেই তিনি মূল্যায়ন করতেন। মানবিক গুণাবলির জায়গায় তিনি ছিলেন অসাধারণ।

ফেরদাউস/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।