মার্চ ফর গাজা কর্মসূচিতে এএসিবির পানি-বিস্কুট বিতরণ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাকা বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:০৫ এএম, ১৩ এপ্রিল ২০২৫

ফিলিস্তিনের পক্ষে সংহতি ও গাজায় গণহত্যার প্রতিবাদে আয়োজিত মার্চ ফর গাজা কর্মসূচিতে আসা লোকজনের মাঝে পানি ও বিস্কুট বিতরণ করেছে অ্যাসোসিয়েশন অব এক্সিলেন্ড চ্যারিটি বাংলাদেশ (এএসিবি) নামে একটি সংগঠন।

অ্যাসোসিয়েশন অব এক্সিলেন্ড চ্যারিটি বাংলাদেশ কুয়েতভিত্তিক একটি দাতব্য সংস্থা।

এএসিবির চেয়ারম্যান জাকির হোসেন জানান, কর্মসূচিতে প্রাথমিকভাবে তারা ৫০ হাজার পানির বোতল এবং ৫০ হাজার বিস্কুটের প্যাকেট নিয়ে আসেন। সবার মাঝেই পানি ও বিস্কুট দেওয়ার ইচ্ছের কথা জানান তিনি।

তিনি আরও বলেন, আজকের আয়োজনে অনেক মানুষ কষ্ট করে ফিলিস্তিনিদের জন্য সংহতি জানাতে এসেছেন। এখানে পানি ও খাবারের সংকট তৈরি হবে বলে আমরা ধারণা করেছিলাম। সেই চিন্তাভাবনা থেকেই এই সিদ্ধান্ত।

কর্মসূচিতে অংশ নেওয়া আবুল কালাম বলেন, আমি উদ্যানের ভেতর ছিলাম। প্রচণ্ড পানি পিপাসায় কোথাও পানি না পেলেও এখানে এসে টাকা ছাড়া পানি খেতে পেরেছি। উম্মাহর জন্য তাদের এই খেদমত আমরা মনে রাখবো।

ইএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।