‘ছাত্র-জনতার দাবির বাইরে সিদ্ধান্তের দুঃসাহস দেখাবেন না’

উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র-জনতার দাবির বাইরে সিদ্ধান্ত নেওয়ার মতো দুঃসাহস দেখাবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার আহ্বায়ক আব্দুল কাদের।

শনিবার (১০ মে) দুপুরে এক ফেসবুক পোস্টে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

পোস্টে আব্দুল কাদের লিখেছেন, ‘আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে আজ রাত ৮টায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ডাকা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের স্মরণ করে দিতে চাই, ছাত্র-জনতা রাজপথে জীবন দিয়ে আপনাদের উপদেষ্টা বানিয়েছে, সুতরাং উপদেষ্টার চেয়ারে বসে ছাত্র-জনতার দাবির বাইরে সিদ্ধান্ত নেওয়ার মতো দুঃসাহস দেখাবেন না।’

আজকের বৈঠক থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে দাবি করে আব্দুল কাদের লিখেছেন, ‘যারা চেয়ারে বসাতে পারে, তারা চেয়ার থেকে নামাতেও পারে। কোনোভাবেই জনতার সিদ্ধান্তের বাইরে গিয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ নেই, গড়িমসি করার সুযোগ নেই, সুশীলতার সুযোগ নেই। আজকের বৈঠক থেকেই আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত আসতে হবে। অন্যথায়, ছাত্র-জনতা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।’

এফএআর/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।