সাম্য হত্যা

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক, অর্ধবেলা ক্লাস-পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার শোক পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন/ছবি সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য হত্যার ঘটনায় বৃহস্পতিবার (১৫ মে) শোক পালন করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা অর্ধদিবসের জন্য স্থগিত থাকবে।

বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এর আগে তিনি যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, প্রধান প্রকৌশলী ও ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে বিশ্ববিদ্যালয় চত্বরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

উপাচার্য জানান, রাজু ভাস্কর্যের পেছনের প্রবেশপথটি স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হবে। পাশাপাশি সোহরাওয়ার্দী উদ্যানকে স্মার্ট পার্কে রূপান্তরের পরিকল্পনার অংশ হিসেবে সেখানে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে এবং ডিএমপির একটি পুলিশ বক্স স্থাপন করা হবে, যা সম্পূর্ণভাবে উদ্যানের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উদ্যোগে শিক্ষক সমাজকেও সম্পৃক্ত করতে চায়।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা এ নিরাপত্তা ব্যবস্থার অংশীদার হবেন, যেন একটি নিরাপদ ও সুশৃঙ্খল শিক্ষাঙ্গন গড়ে তোলা সম্ভব হয়।

মঙ্গলবার রাত ১২টার দিকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য নিহত হন। সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন।

এফএআর/বিএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।