খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে জবি থেকে যাবে ৬ বাস

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৮:৩১ এএম, ৩১ ডিসেম্বর ২০২৫

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকে ছয়টি বাসের ব্যবস্থা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে এই পরিবহন ব্যবস্থার মাধ্যমে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা, কর্মচারীরা জানাজায় অংশ নেবেন।

বুধবার (৩১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক ও ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বাদ জোহর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও তৎসংলগ্ন মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে পাঁচটি বাস এবং আস-সুন্নাহ হল থেকে একটি ডাবল ডেকার বাস ছেড়ে যাবে।

তিনি আরও বলেন, জানাজায় সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ নিশ্চিত করতেই এই বিশেষ পরিবহন ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণের সুবিধার্থে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

টিএইচকিউ/জেএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।