যাত্রীবাহী বাসের হেলপারের বিরুদ্ধে জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৩ জুন ২০২৫

ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী শুভযাত্রা পরিবহনের একটি বাসের হেলপারের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক ছাত্রীকে হেনস্তার অভিযোগ উঠেছে।

সোমবার (২ জুন) বিকেলে সাভারের রেডিও কলোনি এলাকায় বাস থেকে নামার সময় হেনস্তার শিকার হন ওই শিক্ষার্থী। পরে ভুক্তভোগী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে লিখিতভাবে বিষয়টি জানান।

প্রক্টর কার্যালয় সূত্রে জানা যায়, ওই ছাত্রী সাভারের রেডিও কলোনি এলাকায় শুভযাত্রা পরিবহনের একটি বাস থেকে নামার সময় হেলপার তাকে হেনস্তা করেন।

পরে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার এক কর্মকর্তা শুভযাত্রা পরিবহনের সাভার এলাকায় কর্মরত লাইনম্যান মাসুদুর রহমানকে মুঠোফোনে বিষয়টি জানালে তিনি ক্যাম্পাসে আসেন। রাত ৯টার দিকে শুভযাত্রা পরিবহনের অন্য দুটি বাস বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে থামিয়ে চাবি নিয়ে তিনি প্রশাসনের জিম্মায় জমা দেন।

এ বিষয়ে লাইনম্যান মাসুদুর রহমান গণমাধ্যমকে বলেন, আমাদের একটি বাসের হেলপার এক ছাত্রীকে ধাক্কা দিয়েছেন, এমন তথ্য আমাকে জানালে আমি ক্যাম্পাসে আসি ও শুভাযাত্রার অন্য দুটি বাস গেটের সামনে থামিয়ে চাবি বিশ্ববিদ্যালয় প্রশাসনের জিম্মায় রাখি। যে হেলপার এমন ঘটনা ঘটিয়েছে, তাকে শনাক্ত করা পর্যন্ত বাসগুলো এখানে থাকবে। মালিকপক্ষ এসে সমাধান হলে বাস দুটি নিয়ে যাওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে সোমবার বিকেল শুভযাত্রা বাস থেকে নামার সময় হেনস্তা করেন হেলপার। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী লিখিত অভিযোগও দিয়েছেন। জানানোর পর বাসের লাইনম্যান ক্যাম্পাসে এসেছিলেন ও বাসের মালিকপক্ষের সঙ্গেও ফোনে কথা হয়েছে। তারা এলে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সৈকত ইসলাম/এমএন/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।