জাবিতে হলের টয়লেটের সিলিং থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
প্রকাশিত: ০৫:৫০ পিএম, ২৫ জুন ২০২৫
উদ্ধার দেশীয় আগ্নেয়াস্ত্র

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলে টয়লেটের ফলস সিলিং থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৫ জুন) সকাল ১০টায় হলের সিনিয়র পরিচ্ছন্নতাকর্মী সুজন বাবু টয়লেটের ফলস সিলিং পরিষ্কার করার সময় অস্ত্রটি দেখতে পান।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ২২৬ নম্বর কক্ষ সংলগ্ন টয়লেটের ফলস সিলিংয়ের ওপর থেকে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়।

হলের জ্যেষ্ঠ পরিচ্ছন্নতাকর্মী সুজন বাবু বলেন, ‘দৈনন্দিন কাজের মতো আজও আমি আমার সুইপিং কাজ শুরু করি। হলের এ-ব্লকের দ্বিতীয় তলার পশ্চিম পাশে ওয়াশরুমে সুইপিং করার সময় ফলস সিলিংয়ের ওপর থেকে লাঠি-ঝাড়ু বের করতে গিয়ে সঙ্গে একটি কাঠের বাটযুক্ত পুরোনো আগ্নেয়াস্ত্রও বের হয়ে আসে। সঙ্গে সঙ্গে বিষয়টি হল অফিসে জানাই।’

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিস, নিরাপত্তা কর্মকর্তা এবং আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ আগ্নেয়াস্ত্রটি জব্দ করে নিয়ে যায়।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল বলেন, উদ্ধার অস্ত্রটি একটি দেশীয়ভাবে তৈরি পুরোনো পাইপগান। এটি কাঠের বাটযুক্ত এবং দৈর্ঘ্য প্রায় ২৩ ইঞ্চি।

এ ঘটনায় হল প্রশাসনের পক্ষ থেকে তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

শহীদ সালাম-বরকত হলের প্রভোস্ট অধ্যাপক আবদুল হালিম বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি এবং কর্তৃপক্ষকে জানিয়েছি। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সৈকত ইসলাম/এসআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।